Thursday, August 15, 2019

প্রিয় চোর

প্রিয় চোর/চোরমন্ডলী আপনি বা আপনারা গত রাতে মেধা আর দক্ষতার সর্বোচ্চ প্রয়োগ ঘটিয়ে আমার বাসায় মেহমান হয়ে এসেছিলেন। কিন্তু আমি বাসায় ছিলাম না। এ জন্য গৃহকর্তা হিসাবে আমি অত্যন্ত লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী। ঈদের এই মৌসুমে আপনাদের আগমনের সম্ভাবনা অনুমেয় হওয়া উচিত ছিল। কিন্তু আমি বুঝতে পারিনি আপনারা আসবেন। বুঝতে পারলে আমি না থাকলেও ফ্রিজ ভর্তি খাবার দাবার রেখে দিতাম।  তন্নতন্ন করে টাকা পয়সা বা সোনাদানা...