প্রিয় চোর/চোরমন্ডলী
আপনি বা আপনারা গত রাতে মেধা আর দক্ষতার সর্বোচ্চ প্রয়োগ ঘটিয়ে আমার বাসায় মেহমান হয়ে এসেছিলেন। কিন্তু আমি বাসায় ছিলাম না। এ জন্য গৃহকর্তা হিসাবে আমি অত্যন্ত লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী। ঈদের এই মৌসুমে আপনাদের
আগমনের সম্ভাবনা অনুমেয় হওয়া উচিত ছিল। কিন্তু আমি বুঝতে পারিনি আপনারা আসবেন। বুঝতে পারলে আমি না থাকলেও ফ্রিজ ভর্তি খাবার দাবার রেখে দিতাম। তন্নতন্ন করে টাকা পয়সা বা সোনাদানা খোঁজার একপর্যায়ে গভীর রাতে নিশ্চয়ই আপনাদের ক্ষুদা বা পিপাসা লেগেছিল। অথচ আমার ফ্রিজে
ফেলে দেব দেব করেও ফেলা হয়নি এরকম এক বক্স চাটনি ছাড়া আর কিছুই ছিলনা। আমার উচিত ছিল ফ্রিজে কমপক্ষে কোল্ড ড্রিংকস আর ফলমূল রাখা। তাতে আপনারা সেগুলো গলাধঃকরণের মাধ্যমে ক্লান্ত না হয়ে সারারাত খোঁজাখুঁজি করতে পারতেন। আমি আবারও দুঃখ প্রকাশ করছি এই জন্য যে অনেক খুঁজেও কোন টাকা পয়সা, সোনাদানা কিংবা মনি মুক্তা না পেয়ে হতাশায় আপনাকে /আপনাদেরকে শুধু বিড়ি ফুঁকতে হয়েছে। সেই বিড়ির ফেলে দেয়া অংশ ডাইনিং স্পেসে দেখতে পেয়ে আমি অত্যন্ত মর্মাহত হয়েছি। বাঙালির চিরায়ত মেহমানদারির ঐতিহ্য অনুসরণে আমার এই ব্যর্থতা আমি কোনভাবেই মেনে নিতে পারছি না।
প্রিয় নিশিকুটুম্ব,
আমার আয়ের উৎস সংকীর্ণ। কিন্তু ব্যয়ের বহর খুবই ভারি। খাওয়া দাওয়া, কাপড়চোপড় আর শখের পিছনে আমার সব টাকা শেষ হয়ে যায়।মাঝে মাঝে আত্মার প্রশান্তির জন্য ভালো কাজে কিছু কিছু খরচ করি। ছাত্রছাত্রীদের ভালোবাসা ছাড়া আমার উল্লেখ করার মত আর কোন সম্পদই নেই। তাই আমার বাসায় ঢুকে, অনেক কষ্ট করে সম্ভাব্য সব জায়গা তন্নতন্ন করে খুঁজেও আপনাদের খালি হাতে ফিরতে হয়েছে । এত কৌশল, এত কষ্ট, এত ঝুঁকি নিয়েও আপনারা সফল হতে পারেন নি। এজন্য আমার খুবই খারাপ লাগছে।
প্রিয় চোরভাই/ভাইয়েরা ,
আপনার/ আপনাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। কাংখিত জিনিস না পেয়েও আপনারা ঘরের সাধারণ জিনিসপত্রের কোন ক্ষতি সাধন করেননি। ছোট কালে আমাদের গ্রামে একবাড়িতে সিঁধকেটে চোর ঢুকেছিল। সেই চোরটি পাতিলের ভাত খেয়ে তাতে মল ত্যাগ করে রেখেছিল। আপনারা এধরনের ন্যাক্কারজনক কাজের ধারেকাছেও যাননি। আপনারা আসলে লক্ষ্যে অবিচল। যেটার জন্য এসেছিলেন, তা পাননি। তাই অন্যান্য জিনিসপত্র এলোমেলো করেছেন ঠিকই, কিন্তু নষ্ট করেন নি। আপনার/আপনাদের কাছে এ জাতির অনেক কিছু শেখার আছে।
প্রিয় তস্কর,
আমার জীবন যাত্রার ধরন এমন যে আমার কোন দিনই কোন টাকা পয়সা বা সোনাদানা জমবে না। তারপরও যদি আপনারা বারবার আসেন তাহলে প্রতিবারই খালি হাতে ফিরে যেতে হবে। এতে আপনারা কষ্ট পাবেন। আপনাদের এ কষ্টের এক ঝাপটা এসে আমার মনকেও ব্যথিত করবে। তাই আমি সবিনয় নিবেদন করছি অধমের বাড়িতে দয়া করে আপনারা আর আসবেন না। সেই সাথে আরো অনুরোধ করছি আপনাদের সমাজের অন্যান্য ভাই-বেরাদারের কাছে আমার বার্তাটি পৌঁছে দিন কিংবা আমার বাড়িতে আপনাদের অভিজ্ঞতার কথা শেয়ার করুন। তাতে তারা অযথা কষ্ট আর হয়রানির হাত থেকে বাঁচবে। ভালো থাকবেন।
ইতি,
একজন অযোগ্য মেজবান।
0 comments:
Post a Comment