খুশির বাতাসে দুঃখ ভাসে
মাত্রা ছাড়ানো সীসার মত।
আরেকটি শেষ নিঃশ্বাসে
মহিমা হারায় নবজাত ক্রন্দন।
মুদ্রার দুই পিঠে থাকে দু'রকম বাস্তবতা;
আপেক্ষিকতার হেঁয়ালিতে
আটকা পড়ে মানব জীবন।
এরই মাঝে বছর পালটায়।
টিকটিকির লেজের মত আমরাও
খসাতে চাই পুরনো বাস্তবতা।
তাতে চক্রবৃদ্ধি হারে হতাশাই বাড়ে।
চারদিকের হতাশার মাঝেই সফলতা খুজে ফিরতে হবে
ReplyDelete