ডিজিটের নানা রূপ সারাদিন মাথা খায়
অফিসের গ্যাঁড়াকলে জীবনটা জাতা খায়
সন্ধ্যায় দেহমনে ক্লান্তিরা হানা দেয়
ঘুম ঘুম জাগরণে অবসাদ টানা দেয়
তারপর কোথা আমি টের পাই সকালে
জীবনের স্বাদটাই হারাচ্ছি অকালে।
ডিজিটের নানা রূপ সারাদিন মাথা খায়
অফিসের গ্যাঁড়াকলে জীবনটা জাতা খায়
সন্ধ্যায় দেহমনে ক্লান্তিরা হানা দেয়
ঘুম ঘুম জাগরণে অবসাদ টানা দেয়
তারপর কোথা আমি টের পাই সকালে
জীবনের স্বাদটাই হারাচ্ছি অকালে।
0 comments:
Post a Comment