Wednesday, November 30, 2022

চক্র

চক্র
কিছু পাপ জমা হয়ে গেছে;
এখন জমাতে হবে পূন্য। 
বিপরীত কর্মের হলে কাটাকাটি 
ব্যালেন্স দেখাবে শূন্য।

তারপর আয়েশ করে করা যাবে পাপ
জীবনে থাকুক না কিছু গোপন উত্তাপ।

ভারী হয়ে গেলে পাপের বোঝা। 
শুরু হয়ে যাবে পূন্য খোঁজা।

এভাবেই  চলুক পাপ- পূন্যের চক্র।
জীবন সোজা, যাপন তাহার বক্র।

Related Posts:

  • রান্না রান্না একটা শিল্প । জিহ্বা দিয়ে শুধু এই শিল্পের সমঝদার হলে চলবে না , হাত দিয়েও সে শিল্প সৃষ্টি করতে হবে। বগুড়ায় হাতেমের হেঁশেলে সেই শিল্পেরই চর্চা করলাম আজ সকালে। জীবনে দ্বিতীয়বারের মত মাংস রান্না করলাম। প্রথমবারের মাংস … Read More
  • পদ বড় যদি হতে চাও ছোট হও আগে বড় হতে হলে তাই ছোট হওয়া লাগে তোমার পদের ঝাঁঝ যদি হয় খুব একাকিত্বের মাঝে দিতে হবে ডুব সামনে সালাম পাবে, পিছে পাবে গালি তোমার অমঙ্গলে পাবে হাততালি পদ ছোট বড় হয়, মানুষতো নয় ভালোবাসা দিয়ে তাই সব কর জয় … Read More
  • কোথাও কেউ নেই আমার পায়ের তলার শক্ত মাটি যাচ্ছে দূরে সরে ; মরিয়া বাঁচিতাম আমি , বেঁচেও আছি মরে। আমার পর হলো সব আপনজনে, পর হলো নিজ দেহ, পর হলো দশ টাকায় কেনা মনভোলানোর স্নেহ। … Read More
  • বেদনা, হাসি থাকে পাশাপাশি উৎসবের দিনে না না কারনে দুঃখ বাড়ে আমার&… Read More
  • ইভান ইলিচের মত একদিন ইভান ইলিচের মত একদিন ধুম করে মরে রবো পড়ে ; পৃথিবী কি পাল্টাবে তাতে? সূর্য কি ঘুমাবে সে ভোরে? প্রেয়সী কি বাঁধবে না চুল? জননী কি রাঁধবে না ভাত? খোকাটা কি ক্ষুদ্র সে হাতে ধরবে না অন্যের হাত? … Read More

0 comments:

Post a Comment