Thursday, July 29, 2021

নিদ্রা এবং কীর্তি

And miles to go before I sleep,
And miles to go before I sleep.
(Robert Frost)
শেষ হওয়ার আগে হব না তো শেষ;
রেখে যাব পৃথিবীতে কর্মের রেশ।
প্রতিকূল পরিবেশে দাঁতে চেপে দাঁত
গাছ হয়ে সয়ে যাব ঝড়ের আঘাত।
ক্লান্ত পথিকের তরে হব ছায়া।
ছড়াব দেশে দেশে ভালোবাসা, মায়া।
জীবনের কীর্তি হলে অক্ষয়
চির নিদ্রায় যেতে লাগবে না ভয়।
(আল বোরহান)

Related Posts:

  • আয় ঝড় আয়চারদিকে প্রচন্ড তাপদাহ। আমাদের সামাজিক জীবনও কেমন যেন উত্তপ্ত।  একটা ঝড় আসুক।প্রাকৃতিক ঝড় এবং ইতিবাচক পরিবর্তন  অর্থে সামাজিক ঝড়। নিচের ছড়ায় এই দুই প্রকারের ঝড়ই মিলেমিশে একাকার হয়ে গেছে।  ছড়াটি ঝড়ের ছন্দে অর্থাৎ দ্রুত তালে পড়… Read More
  • লোভ বনাম লালসাআমার ব্যক্তিগত ধারণা বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনবীর একজন প্রেম প্রতারক। কিন্তু মোসারাত জাহান মুনিরা কি শুধুই লোভী? নাকি তার অপরিণত নিউরনে ভালোবাসারও  অনুরণন ঘটেছিল? ঘটনা যাই হোক, আমার ছাত্রীদের বয়সী একটা মেয়ের এই করুন পরিণ… Read More
  • মাওলানা নিয়ে মতামতফেসবুক খুললেই মাওলানা মুঃ মামুনুল হক বিতর্ক ।পক্ষে -বিপক্ষে নানা স্ট্যাটাস,স্ক্রিনশট, ভিডিও, ফাঁস হওয়া ফোনালাপ। তাই আমি ঠিক করেছি এ প্রসঙ্গে আমিও কিছু বলব। নিশ্চুপ নিরপেক্ষতা আর ধরে রাখতে পারলাম না। আমার মূল্যবান মন্তব্য জা… Read More
  • ইদ বনাম করোনাতোমরা যারা করছ নিষেধ, একটু থেমে ভাবএই ইদটা সারা জীবনে আর কি ফিরে পাব?এক বছরে বারোটি মাস, দুই খানা ইদ মোটে-সেই ইদেও নতুন কাপড় আর যদি না জোটেআনন্দ সব হবে মাটি, রঙ হারাবে ইদ।সেই দুঃখে এক সপ্তাহ আসবে না আর নিদ।দোহায় তোমার দোকান … Read More
  • ঘৃণার থুতু না সারা কফের মত তীব্র ঘৃণার দলাবুকে জমে জমে অস্থিরতা বাড়ায়;তারপর একরাশ শক্তি সঞ্চার করেসে ঘৃণার সামান্য অংশ থুতু আকারেফেলতে পারি আরেক জনের মুখে।পরক্ষনেই দেখি আমার মুখওবরণ করেছে একদলা ঘৃণার থুতু।এভাবেই এগিয়ে যাচ্ছে স্বদেশ আমা… Read More

0 comments:

Post a Comment