ক্ষুদে ছড়া, দুঁদে ছড়া,
মঙল, বুধে ছড়া
নগদ আর সুদে ছড়া -
ছড়ায় ছড়ায় সব ছড়ানো ;
নানান বোধের ভার
ঘাড়ে চাপে বার বার
বহুমুখী গতি তার,
বহুরূপ জড়ানো।
ছড়ায় ছড়ায় হোক
অনুভূতি ছড়ানো।
ক্ষুদে ছড়া, দুঁদে ছড়া,
মঙল, বুধে ছড়া
নগদ আর সুদে ছড়া -
ছড়ায় ছড়ায় সব ছড়ানো ;
নানান বোধের ভার
ঘাড়ে চাপে বার বার
বহুমুখী গতি তার,
বহুরূপ জড়ানো।
ছড়ায় ছড়ায় হোক
অনুভূতি ছড়ানো।
0 comments:
Post a Comment