খাই খাই
সব খাই -
টাকি খাই, চ্যাং খাই
মুরগির ঠ্যাং খাই
গরু খাই, খাসি খাই
তাজা খাই, বাসি খাই
কোয়েলের ডিম খাই
ভাতে দিয়ে সিম খাই
রসুনের চপ খাই
ধীরে, গপাগপ খাই
কালাইয়ের রুটি খাই
আইসক্রিম ফ্রুটি খাই
দই দিয়ে চিড়া খাই
বাটা কালিজিরা খাই
মুড়ি -চানাচুর খাই
চেটে ঝোলা গুড় খাই
লাউ দিয়ে শোল খাই
দু রকম ঘোল খাই
আলু, কলা 'ছানা ' খাই
মলা, ডানকানা খাই
মসুরের ডাল খাই
টক খাই, ঝাল খাই
বড় চমচম খাই
বেশি খাই, কম খাই (!)
ডায়েটে (!) শসা খাই
তাজা রুই কষা খাই
রাতে খাই, দিনে খাই
ফাও খাই, কিনে খাই
বাসকের পাতা খাই
জামরুল, আতা খাই
হেটে খাই, বসে খাই
মহল্লা চষে খাই
নারকেল -শাঁস খাই
শীতে রাজহাঁস খাই
খেয়ে খাই, যেয়ে খাই
যাতনা পেয়ে খাই
পান খাই, নান খাই
ওলকচু, মান খাই
নখে ভরে চিপস খাই
বড়দের টিপস খাই
হেসে খাই, কেঁদে খাই
কাঁচা খাই, রেঁধে খাই
অযথাই মুড়ি খাই
সন্ধ্যায় পুরি খাই
চাপা বেল্ট খুলে খাই
নিজ হাতে তুলে খাই
দই খাই, খই খাই
হাইব্রিড কই খাই
বোয়ালের পিস খাই
শিশুদের কিস খাই
আম খাই, জাম খাই
ভ্রমণে 'মাম ' খাই
মিটিংয়ের শেষে খাই
আড্ডাতে ফেঁসে খাই
সুপ ককটেল খাই
বাসি পেটে বেল খাই
রোগে ভুগে ফল খাই
প্রেমে ডুবে জল খাই।।।
0 comments:
Post a Comment