Wednesday, July 24, 2019

অসংজ্ঞায়িত

কোন কাজেই প্রাণের সাড়া পাচ্ছি না ;
হাটছি ধীরে, কিন্তু কোথাও যাচ্ছি না।
চিন্তাগুলো সোজা পথে হাটছে না ;
বাড়ছে বছর কিন্তু সময় কাটছে না।

আগ্রহ নেই,  কিন্তু আবার
অবসাদেও ভুগছি না ;
কাছের মানুষ সরছে দূরে,
থাকছে হয়ে মুখ চিনা।
এই সমাজে রংচটা সুখ -
মনটা তাতে জুড়ছে না ;
ভাগ্যদেবী দিলেন গাড়ি,
কিন্তু চাকা ঘুরছে না।

হাটছি ধীরে কিন্তু কোথাও যাচ্ছি না ;
কোথাও যাওয়ার পথটা খুঁজে পাচ্ছি না।
আমার মত হেটেও যারা হাটছে না,
তাদেরও কি সময় ভালো কাটছে না?

0 comments:

Post a Comment