Wednesday, July 24, 2019

অসংজ্ঞায়িত

কোন কাজেই প্রাণের সাড়া পাচ্ছি না ;
হাটছি ধীরে, কিন্তু কোথাও যাচ্ছি না।
চিন্তাগুলো সোজা পথে হাটছে না ;
বাড়ছে বছর কিন্তু সময় কাটছে না।

আগ্রহ নেই,  কিন্তু আবার
অবসাদেও ভুগছি না ;
কাছের মানুষ সরছে দূরে,
থাকছে হয়ে মুখ চিনা।
এই সমাজে রংচটা সুখ -
মনটা তাতে জুড়ছে না ;
ভাগ্যদেবী দিলেন গাড়ি,
কিন্তু চাকা ঘুরছে না।

হাটছি ধীরে কিন্তু কোথাও যাচ্ছি না ;
কোথাও যাওয়ার পথটা খুঁজে পাচ্ছি না।
আমার মত হেটেও যারা হাটছে না,
তাদেরও কি সময় ভালো কাটছে না?

Related Posts:

  • ভ্রমণ কাব্যসূর্যটা ছিল বেশ গনগনে,মন তবু ছিল খুব চনমনে।গেয়ে উঠছিল কেউ আনমনেআসছিল যার যে গান মনে।প্রকৃতির কাছে যেই এসে যাইউল্লাসে, উচ্ছ্বাসে ভেসে যাই।… Read More
  • বসন্ত এসে গেছেআমাদের যুব প্রাণ নতুনের আহবানেউচ্ছ্বাসে ভেসে গেছে।বসন্ত এসে গেছে।বৃক্ষের কচি ডালে সূর্যের আলো দেখেকোকিলেরা হেসে গেছে।বসন্ত এসে গেছে।কনকনে ঠান্ডা রুক্ষতা নিয়ে তারঅজানার দেশে গেছে।বসন্ত এসে গেছে।বালিকার দলগুলো স্কুল, কলেজেবাসন্… Read More
  • নতুন বছর, নতুন বইনতুন বছর, নতুন বই-এত খুশি রাখব কই?নতুন পাতার নতুন ঘ্রাণ-জ্ঞান দরিয়ায় করব স্নান। পড়ব বই, গড়ব দেশ,অজ্ঞতা সব করব শেষ।… Read More
  • কোয়ারেন্টাইন কাব্য৩১ মার্চ পর্যন্ত আমার রুটিনঃএ ক' দিন ফোন করে একে ওকে জ্বালাবো, বসে শুয়ে ফেসবুক একটানা চালাবো।জমে থাকা বইগুলো একে একে পড়বো,প্রয়োজন  হলে খুবকিছু কাজ করবো।মাঝে মাঝে নোটবুকেছড়া-টরা লিখবো।নেট ঘেঁটে ডায়েটেররেসিপি শিখবো।ল্যাপটপ ফোল্… Read More
  • আজকালকার পোলাপানআজকালকার পোলাপান -বাবা, ভাইয়ের ভারি ব্যাগএগিয়ে এসে ধরে না।মুরব্বিদের দাঁড়ানো দেখেচেয়ার থেকে  নড়ে না।ফেসবুকে যা  'লাইক' করেবাস্তবে তা করে না।হাটতে গিয়ে পিছলে পড়ে,জাগার সময় ঘুমিয়ে পড়ে,স্ট্যাটাস আর কমেন্ট পড়ে,কাগজের বই… Read More

0 comments:

Post a Comment