Wednesday, September 17, 2014

এক থালা চাঁদ

ছোট নয়, নয় আজ বাঁকা সে ;
পূর্বের আকাশে -
ফুল হয়ে ফুটে আছে,
আভরণ পায়ে যেন লুটে আছে।
কী নেশা জড়ানো তার
সারা দেহে ;
এক থালা রূপ যেন বাড়া দেহে।
আকাশে আর কিছু নেই আজ
ছায়াপথে রানী শুধু সে -ই আজ।

বিবেক বেচে দিয়ে আমি

কেউ হাসে, কেউ কাঁদে,
কেউ ছেঁড়ে মাথার চুল
ফাঁসি, মুক্তি, যাবজ্জীবন -
ভার্চুয়ালি হুলুস্থূল।
আমি খুশি সব কিছুতেই ;
কারন আমার নেই কথা
বিবেক বেচে দিয়ে আমি
গোপন রাখি সেই কথা।