Saturday, May 20, 2017

জানি না রে

আমি ছিলাম কোথায়, আছি কোথায়, যাবো কোথায়- জানি নারে! আমায় নিয়ে খেলছে কে যে, কোথায় সে যে - জানি নারে! এ দুনিয়ার মঞ্চে আমি কার নাটকে হাসি,কাঁদি, সময় কাটাই, কার হাতে মোর ঘুড়ির লাটাই-জানি নারে! আমি জানতে তারে বারেবারে হোঁচট খেয়েও সামনে হাটি; আমার ভিটেমাটি ছেড়েও তারে যায় না ধরা; তারে যায় না ধরা, যায় না গড়া, যায় না তাড়ে আপন করা; সে যে আছে কি নাই বুঝা যে দায়! মেনেও তারে মানি নারে! আমি ছিলাম কোথায়, আছি কোথায়, যাবো...