পশুর পাশাপাশি কুরবানি যোগ্য বিষয়াদির তালিকা:
নানাবিধ লোভ
না পাওয়ার ক্ষোভ
জৈবিক মোহ
তাড়নার দ্রোহ
স্বজনপ্রীতি, ভোজনপ্রীতি
ছোট, বড় দুর্নীতি
নৈতিক বহুগামিতা
অন্যায্য আপোষকামিতা
আলস্য,অপচয়
সৎকাজে সংশয়
মনের সংকীর্ণতা
চেতনার জীর্ণতা
অহমের মরীচিকা
(অর্থাৎ অহমিকা)
ক্ষমতার আস্ফালন
সন্ত্রাস প্রতিপালন
আক্রোশ বা ক্রোধ
যুক্তিহীন বোধ
ধর্মের নামে অধর্ম
দায়িত্বে অপকর্ম
সিন্ডিকেটেড কারবার
(দাম বাড়ানো বারবার)
সুদ, ঘুষ...