যত বড় ঠ্যাং নয়, তত বড় কাজটা ;বেশরম মেয়েলোক গোল দেয় পাঁচটা! হাফ প্যান্ট পরলেই পেলে হওয়া যায় কি? ভালো ঘর, বর ছাড়া মা -বাবা চায় কি? ভালো ঘর, ভালো বর, টুকটুকে বাচ্চা -সংসারী মেয়েলোক মুসলিম সাচ্চা। ফুটবলে লাথালাথি ছেলেদের সাজে খুব ;মেয়েদের ফুটবল? বাজে,বাজে, বাজে খুব।মেয়েলোক খেলে আর পুরুষেরা তালি দেয়!সমাজের মুখে এরা চুন আর কালি দেয়।এদেশের সম্মান মেয়েলোক বাড়াবে?এই কথা...