Wednesday, September 30, 2020

ললনা নয়, ছলনা বিদ্বেষী ছড়া

মায়াবী দুই চোখের ভেতরহাজার রকম ছল;চোখে তাহার হঠ্যাৎ হাসি,হঠাৎ বানের জল।ডুব দিয়েও পাবে নাকোকোথায় মনের তল।তোমার শক্তি খুইয়ে তুমিবাড়াও তাহার বল;তুমি লাগাও গাছের চারাঅন্যরা খায় ...

বাংলাদেশের মিন্নি

আছ যারা বাংলাদেশের মিন্নি,পাতে পাতে খাও যারাহরেক রকম সিন্নি,পাপাচার ছেড়ে দিয়েহও ভালো গিন্নি।এক স্বামীতেই থাকুক তোমার মন।এক প্রেমিকই হোক আপনজন।এই উপদেশ দিচ্ছি আমি সস্তাতে।তা না হলে পরে হবে  পস্তা...

Tuesday, September 22, 2020

স্বাস্থ্যখাতের মালেক

-"নাউজুবিল্লাহ মিন জালেক।এই দরজার মালিকের নাম ড্রাইভার মালেক।"-"আর বলনা তাহার নামে এমন করে যা-তা।তিনি চালক, যাত্রী মোরা, তিনিই সবার মাথা।গরীব হলে মনটা তাহার খারাপ হত ভীষণ;দক্ষ হাতে কে চালাতো স্বাস্থ্যখাতের মিশন?কি আর বসে করত তখন স্বাচিপ কিংবা ড্যাব?এই কথাটি বুঝল না হায় বাংলাদেশের র‍্যাব।মানি লোকের বুঝল না মান, খুঁজল শুধু ভুল।এখন শুনি করছে রেডি খানদানি এক শূল।কোটি টাকার মালিক তিনি -এটা কি ভাই দোষ?তোমরা...

Sunday, September 20, 2020

হাটাকাব্য

আমি ভেবেছিনু জীবনটা পদ্য বাস্তবে সেটা দেখি গদ্যচারপাশ খুবই দুর্বোধ্য তাই পাগল হয়েছি আমি সদ্য। আমি পথে পথে রাতদিন হাঁটিআমি হাঁটি আর স্মৃতিগুলো ঘাঁটি আমি হেঁটে হেঁটে হয়ে যাই খাঁটিআমি পাথরের বুকে কাদা-মাটি।আমি মাটির সাথে থাকি মিশেআমি সবুজে খুঁজে পাই দিশেআমি বুঝি নাতো ভালো হয় কিসেমধু নাকি গোখরার বি...

Tuesday, September 8, 2020

বেশরম মেয়েলোক

যত বড় ঠ্যাং নয়, তত বড়  কাজটা ;বেশরম মেয়েলোক গোল দেয় পাঁচটা! হাফ প্যান্ট পরলেই পেলে হওয়া যায় কি? ভালো ঘর, বর ছাড়া মা -বাবা চায় কি? ভালো ঘর, ভালো বর,  টুকটুকে বাচ্চা -সংসারী মেয়েলোক মুসলিম সাচ্চা। ফুটবলে লাথালাথি ছেলেদের সাজে খুব ;মেয়েদের ফুটবল? বাজে,বাজে,  বাজে খুব।মেয়েলোক খেলে আর পুরুষেরা তালি দেয়!সমাজের মুখে এরা চুন আর কালি দেয়।এদেশের সম্মান মেয়েলোক বাড়াবে?এই কথা...