Wednesday, September 30, 2020

ললনা নয়, ছলনা বিদ্বেষী ছড়া

মায়াবী দুই চোখের ভেতর
হাজার রকম ছল;
চোখে তাহার হঠ্যাৎ হাসি,
হঠাৎ বানের জল।
ডুব দিয়েও পাবে নাকো
কোথায় মনের তল।
তোমার শক্তি খুইয়ে তুমি
বাড়াও তাহার বল;
তুমি লাগাও গাছের চারা
অন্যরা খায় ফল।

0 comments:

Post a Comment