Saturday, October 3, 2020

বিদ্রোহী দেহ

দেহের ভিতর আরেক দেহ জাগে;
শরীরের দূরতম প্রদেশের বিদ্রোহীরাও
সমর্থন জানায় নতুন দেহকে,
বর্জ্যের সাথে নিষ্কাশিত হয় বর্ষীয়ান বিবেক;
বাকি থাকে একরাশ অস্থিরতা।
ফ্যান্টাসি, সমঝোতা কিংবা সার্টিফিকেটে 
মেলে সাময়িক সমাধান। 
তা না হলে খবরের শিরোনাম।
এ কারণেই ‘পুরুষ’ আর ‘পশু’-
দুটি নামের শুরুতেই ‘প’।
তবে ‘প’ দিয়ে ‘প্রেম’ও হয়;
তাতে কি মুক্তি মেলে?

Related Posts:

  • বাংলাধোলাই আমরা যাদের দেই বাংলাধোলাই তাদের মোরা ক্রিকেট খেলা ভোলাই। পাকিগুলোর নতুন করে শিখতে হবে খেলা। আয় ইন্ডিয়া, অস্ট্রেলিয়া ঋণ জমেছে মেলা। আয় খেলে যা, আয় আয় আয় -- ডাকছি তোদের মাঠে ; চিরতরে 'ভাইঙ্গা দেবো ' থাকবি শুয়ে খাটে। … Read More
  • তামিম আজকে যারা তামিম বলে লাফাচ্ছিস, মাঠ এবং ফেসবুকটা কাঁপাচ্ছিস, কালকে তারই বাপ -মা তুলে গাল দিবি। অন্য কারো সফলতায় তাল দিবি। … Read More
  • আমার কৈফয়ত আমি কেন লেখি আবোল তাবোল - কৈফত তার নানান দিতে হয়। মনের ভেতর বাজলে কথার ডুগডুগি জানান দিতে হয়। … Read More
  • মিরপুরে শুয়ে আমি খেলা দেখি টিভিতে আমার এই দুঃখ থাকবে না রেকর্ডের পাতাতে, থাকবে না হিসাবের খাতাতে, থাকবে না চাকরির সিভিতে - মিরপুরে শুয়ে আমি খেলা দেখি টিভিতে। … Read More
  • মুড়ি-চানাচুর মুড়ির সাথে মেশে যখন বড় দানার চানাচুর, জিহ্বা আমার গন্ডি ছেড়ে বেরিয়ে আসে অনেকদূর লংকা তখন কান্ড ঘটায়, তেল পিয়াজ আর লবণে বাদলা দিনের এই রেসিপির সুবাস পাঠায় পবনে। … Read More

0 comments:

Post a Comment