১।
বাংলা ভাষার অপূর্ব এক ডালে,
ভীষণ রকম সতেজ দু'টি ফুল
একটি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর
আরেকটি তার কবি কাজী নজরুল।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল বিদ্রোহী এক কবি,
নিপুণ ভাষায় এঁকেছেন এই দু'জন
মন- গহীনের ঝকমকে সব ছবি।
২।
বাংলা ভাষার বেড়ে গেছে জৌলুশ
বিশ্বকবির অঢেল সোনার ধানে,
বাংলা ভাষা হয়েছে বাঁধনহারা
নজরুলের মন মাতানো গানে।
বাংলা ভাষার প্রাণে ডেকে গেছে বান
কলমে যখন তুলেছেন এরা ঝড়,
অসত্য আর অসুন্দরের পেত
করতে পারে নি জাতির আত্মায় ভর।
৩।
ছোট গল্পের রবীন্দ্রনাথ ঠাকুর
এক জীবনের সব রকমের বোধ
পাতায় পাতায় গেঁথে রেখেছেন যেন
পড়ে দেখবে, রইলো অনুরোধ।
পড়ে দেখবে, রইলো অনুরোধ নজরুলের সাম্যবাদী রূপ।
পড়ে দেখবে কেন বিদ্রোহী প্রাণ
অন্যায় দেখে থাকতে পারে না চুপ।
৪।
আজও ঘরে ঘরে গীতাঞ্জলির সুরে
মানবাত্মা প্রশান্তি নেয় খুঁজে,
আজও যোদ্ধারা বাঁশের বাঁশরী হাতে
প্রেমের স্মারক রেখে যায় কার্তুজে।
আজও পাঠকের মনের জগত জুড়ে
রবি ঠাকুরের সম্মোহনী বাস।
আজও নজরুল নিশ্চল মরু প্রাণে
শত প্রমত্তা পদ্মার উচ্ছ্বাস।
Saturday, May 27, 2023
Home »
» সতেজ দু'টি ফুল
সতেজ দু'টি ফুল
1:06 PM
No comments
Related Posts:
আয়রনি না বিচ্ছিন্ন ঘটনা? প্রিয় এনামুল হক স্যার যখন মারা গেলেন, ক… Read More
ওম শান্তি! আরো হতে হবে সংযত, শালীনতা যেন মোর হয় না ÷… Read More
ঐ দেখা যায় বুলেট, বোমাঐ দেখা যায় বুলেট-বোমা, ঐ যে পাকিস্তান, ঐ … Read More
গোস্তাখি করিবেন মাফখবর :বাংলাদেশের অর্ধেক ভূখন্ড দাবি বি&#… Read More
বিবেকের মৃত্যুর হাজার বছর পূর্তি কিছু মরণ হরণ করে ভাল লাগা বা ভাল থাকার স… Read More
0 comments:
Post a Comment