বছর শেষের দুই উপলব্ধি
আশাবাদী উপলব্ধিঃ
অপ্রাপ্তির মাঝারি বাক্স -৫টি;
হতাশার কালো বড় বাক্স -১টি;
আত্ববিশ্বাসের অভাবে ভরা,
জংধরা টিনের বাক্স-১টি;
মন খারাপের নীল পোটলা -১টি;
উদ্যমহীনতা, লোভ জাতীয় ছোট ছোট
দুর্বলতা, দ্বিধা ইত্যাদিতে ঠাসা বড়
কাপড়ের ব্যাগ -১টি -
গুনেগুনে মোট ৯টি ব্যাগ চাপালাম
বুড়ো সূর্যের কড়া পড়া কাঁধে।
এতক্ষণে হয়তো পশ্চিমের শেষ
সীমানায় পৌছে গেছে সে।
সময়ের গহবরের আবর্জনা শাখায়
আমার মালামালসহ নিজের নামটাও
লিখিয়ে ফেলেছে হয়তো।
তার কথা থাক।
কাল সকালে সম্ভাবনার বড় বড় বাক্স নিয়ে
পূব দিয়ে আসবে নতুন সূর্য।
তাঁর প্রতীক্ষায় কাটাবো নির্ঘুম রাত।
সবার আগে তাঁকে স্বাগত জানাতে চাই।
নিরাশ উপলব্ধিঃ
খুশির বাতাসে দুঃখ ভাসে
মাত্রা ছাড়ানো সীসার মত।
আরেকটি শেষ নিঃশ্বাসে
মহিমা হারায় নবজাত ক্রন্দন।
মুদ্রার দুই পিঠে থাকে দু'রকম বাস্তবতা;
আপেক্ষিকতার হেঁয়ালিতে
আটকা পড়ে মানব জীবন।
এরই মাঝে বছর পালটায়।
টিকটিকির লেজের মত আমরাও
খসাতে চাই পুরনো বাস্তবতা।
তাতে চক্রবৃদ্ধি হারে হতাশাই বাড়ে।
0 comments:
Post a Comment