Sunday, April 25, 2021

ইদ বনাম করোনা

তোমরা যারা করছ নিষেধ, একটু থেমে ভাব
এই ইদটা সারা জীবনে আর কি ফিরে পাব?
এক বছরে বারোটি মাস, দুই খানা ইদ মোটে-
সেই ইদেও নতুন কাপড় আর যদি না জোটে
আনন্দ সব হবে মাটি, রঙ হারাবে ইদ।
সেই দুঃখে এক সপ্তাহ আসবে না আর নিদ।
দোহায় তোমার দোকান খোল, করব কেনাকাটা।
করোনার গুষ্টি কিলাই, মুখে মারি ঝাটা।

Related Posts:

  • খোদার দোহাইপুড়ুক স্বপ্ন গদির, পুড়ুক  আশা 'যদি 'র পুü… Read More
  • রান্না রান্না একটা শিল্প । জিহ্বা দিয়ে শুধু এই শিল্পের সমঝদার হলে চলবে না , হাত দিয়েও সে শিল্প সৃষ্টি করতে হবে। বগুড়ায় হাতেমের হেঁশেলে সেই শিল্পেরই চর্চা করলাম আজ সকালে। জীবনে দ্বিতীয়বারের মত মাংস রান্না করলাম। প্রথমবারের মাংস … Read More
  • পদ বড় যদি হতে চাও ছোট হও আগে বড় হতে হলে তাই ছোট হওয়া লাগে তোমার পদের ঝাঁঝ যদি হয় খুব একাকিত্বের মাঝে দিতে হবে ডুব সামনে সালাম পাবে, পিছে পাবে গালি তোমার অমঙ্গলে পাবে হাততালি পদ ছোট বড় হয়, মানুষতো নয় ভালোবাসা দিয়ে তাই সব কর জয় … Read More
  • বেদনা, হাসি থাকে পাশাপাশি উৎসবের দিনে না না কারনে দুঃখ বাড়ে আমার&… Read More
  • ইভান ইলিচের মত একদিন ইভান ইলিচের মত একদিন ধুম করে মরে রবো পড়ে ; পৃথিবী কি পাল্টাবে তাতে? সূর্য কি ঘুমাবে সে ভোরে? প্রেয়সী কি বাঁধবে না চুল? জননী কি রাঁধবে না ভাত? খোকাটা কি ক্ষুদ্র সে হাতে ধরবে না অন্যের হাত? … Read More

0 comments:

Post a Comment