Sunday, April 25, 2021

ইদ বনাম করোনা

তোমরা যারা করছ নিষেধ, একটু থেমে ভাব
এই ইদটা সারা জীবনে আর কি ফিরে পাব?
এক বছরে বারোটি মাস, দুই খানা ইদ মোটে-
সেই ইদেও নতুন কাপড় আর যদি না জোটে
আনন্দ সব হবে মাটি, রঙ হারাবে ইদ।
সেই দুঃখে এক সপ্তাহ আসবে না আর নিদ।
দোহায় তোমার দোকান খোল, করব কেনাকাটা।
করোনার গুষ্টি কিলাই, মুখে মারি ঝাটা।

Related Posts:

  • প্রিয় চোরপ্রিয় চোর/চোরমন্ডলী আপনি বা আপনারা গত &… Read More
  • নতুন বছর, নতুন বইনতুন বছর, নতুন বই-এত খুশি রাখব কই?নতুন পাতার নতুন ঘ্রাণ-জ্ঞান দরিয়ায় করব স্নান। পড়ব বই, গড়ব দেশ,অজ্ঞতা সব করব শেষ।… Read More
  • বছর শেষের উপলব্ধিঃখুশির বাতাসে দুঃখ ভাসেমাত্রা ছাড়ানো  সীসার মত।আরেকটি শেষ নিঃশ্বাসেমহিমা হারায় নবজাত ক্রন্দন।মুদ্রার দুই পিঠে থাকে দু'রকম বাস্তবতা;আপেক্ষিকতার হেঁয়ালিতেআটকা পড়ে মানব জীবন।  এরই মাঝে বছর পালটায়।টিকটিকির লেজের মত … Read More
  • আজকালকার পোলাপানআজকালকার পোলাপান -বাবা, ভাইয়ের ভারি ব্যাগএগিয়ে এসে ধরে না।মুরব্বিদের দাঁড়ানো দেখেচেয়ার থেকে  নড়ে না।ফেসবুকে যা  'লাইক' করেবাস্তবে তা করে না।হাটতে গিয়ে পিছলে পড়ে,জাগার সময় ঘুমিয়ে পড়ে,স্ট্যাটাস আর কমেন্ট পড়ে,কাগজের বই… Read More
  • অসংজ্ঞায়িত কোন কাজেই প্রাণের সাড়া পাচ্ছি না ; হাটছ… Read More

0 comments:

Post a Comment