Sunday, April 18, 2021

ঘৃণার থুতু

না সারা কফের মত তীব্র ঘৃণার দলা
বুকে জমে জমে অস্থিরতা বাড়ায়;
তারপর একরাশ শক্তি সঞ্চার করে
সে ঘৃণার সামান্য অংশ থুতু আকারে
ফেলতে পারি আরেক জনের মুখে।
পরক্ষনেই দেখি আমার মুখও
বরণ করেছে একদলা ঘৃণার থুতু।
এভাবেই এগিয়ে যাচ্ছে স্বদেশ আমার-
ঘৃণা, হিংসা আর জিঘাংসায়।

Related Posts:

  • কষ্টার্জিত বোধচারদিকে মোর থৈ থৈ করা কষ্টেআর মানুষের কষ্ট কী তা বুঝি;এক জীবনের অর্জন সব নষ্টেএই জীবনে বেদনার রং খুঁজি।তোমার সুখের লাগামে না পড়া টানসুখ- সংগার ভুল ব্যাখ্যায় লিপ্ত;আমার বেদনা রচে যে দুঃখের গানসে গানে তোমার সুখ হয় উদ্দীপ্ত।বন্… Read More
  • দিল্লিএই শহরের অলস রোদেইতিহাস কাটে জাবর;এই শহরে মসনদে বসেবিশ্ব শাসান বাবর;এই শহরের খোলা তলোয়ারঅসুরে করিয়া ভরকত স্বপ্নের সমাধিতে গড়েদুঃস্বপ্নের ঘর;এই শহরে মহাকবি তাঁরইটের ইন্দ্রজালেসময়টাকে বন্দী রাখেনকয়েক শত সালে;আরব, তুর্কী, তাতার,… Read More
  • প্রতিশ্রুতি না পাপ?ছেলেটি আলতো ঠোঁটে একেঁ দিলমেয়েটির কপালে পবিত্র প্রতিশ্রুতি। প্রতিশ্রুতিই তো? নাকি পাপ?নাকি নষ্ট সমাজের ভ্রষ্ট দু' জনমানব-মানবীর আদিম উদ্দামতা? ঘটনা যাই হোক, আমার দৃষ্টিভঙ্গিবলে দেয় আমি কি দেখেছি।… Read More
  • গুজবগুড জব'' এর ড' টা যদি হয়ে যায় গুম,গুজব কেড়ে নেয় আরামের ঘুম।'গুজব' এর উ - কারটা ফেলি যদি ছেটে,গজবের পথে আসি কিছু দূর হেটে।গুজব আর গজবের দেশে গুড জবনষ্ট করার চলে মহা উৎসব। ক্ষমতার ক্ষীর খেয়ে কেউ চাটে হাত;কেউ করে হা হুতাশ খালি হ… Read More
  • প্রতিবাদের ফলতুমি কর প্রতিবাদ, আমি লুটি ফল তার;কেউ চাকে মধু খায়, কেউ খায় মল তার।… Read More

0 comments:

Post a Comment