আমার ব্যক্তিগত ধারণা বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনবীর একজন প্রেম প্রতারক। কিন্তু মোসারাত জাহান মুনিরা কি শুধুই লোভী? নাকি তার অপরিণত নিউরনে ভালোবাসারও অনুরণন ঘটেছিল? ঘটনা যাই হোক, আমার ছাত্রীদের বয়সী একটা মেয়ের এই করুন পরিণতি অবশ্যই খারাপ লাগার। আমার নিচের কবিতার সব Assertive sentence হয়ে গেছে Interrogative sentence! কারন আসলে আমি প্রকৃত সত্যের কিছুই জানি না।
মেয়েটি কি মজেছিল লোভ মেশা প্রেমে?
লোকটি কি মেতেছিল মন ভাঙা গেমে?
দু' জনার বহু ছবি ছিল একই ফ্রেমে;
প্রেম-ভালোবাসা তবু গেল কেন থেমে?
লোভ আর লালসার হয়েছিল মিল?
জীবনের দামে তাই দিতে হল বিল?
মেয়েটি কি ধীরে ধীরে খুলেছিল দিল?
লোকটি তা বুঝে গিয়ে এঁটে দিল খিল?
দেহটা কি বৈভবে মেনে ছিল হার?
মনের স্বাধীনতা ছিল মেয়েটার?
সব ছিল, ছিল না তো শুধু অধিকার?
মরনে দ্রোহী মন হল নির্ভার?
জীবন নিয়ে কেন খেলা ছিনিমিনি?
মন না কিনে শুধু দেহ কেন কিনি?
জীবন হলে গত পাপ কেন চিনি?
মরনের কাছে ন্যায় হয় কেন ঋণী?
0 comments:
Post a Comment