-"নাউজুবিল্লাহ মিন জালেক।
এই দরজার মালিকের নাম ড্রাইভার মালেক।"
-"আর বলনা তাহার নামে এমন করে যা-তা।
তিনি চালক, যাত্রী মোরা, তিনিই সবার মাথা।
গরীব হলে মনটা তাহার খারাপ হত ভীষণ;
দক্ষ হাতে কে চালাতো স্বাস্থ্যখাতের মিশন?
কি আর বসে করত তখন স্বাচিপ কিংবা ড্যাব?
এই কথাটি বুঝল না হায় বাংলাদেশের র্যাব।
মানি লোকের বুঝল না মান, খুঁজল শুধু ভুল।
এখন শুনি করছে রেডি খানদানি এক শূল।
কোটি টাকার মালিক তিনি -এটা কি ভাই দোষ?
তোমরা সবাই সাধু পুরুষ, তিনি নন্দ ঘোষ।
বুদ্ধির জোর খাটিয়ে তিনি ছিলেন প্রভাবশালী।
তোমরা তারে না চিনিয়া অকাজে দেও গালি।
দূর্ণীতির নীতিতে তার গভীর ছিল জ্ঞান।
যে যাই বলুক, আমি তাহার মস্ত বড় ফ্যান।
তিনি এক মহা বিস্ময়, ব্যাখ্যাতীত মানব।
এই সমাজের রক্ত খাওয়া সফলতম দানব।"
0 comments:
Post a Comment