Tuesday, September 22, 2020

স্বাস্থ্যখাতের মালেক

-"নাউজুবিল্লাহ মিন জালেক।
এই দরজার মালিকের নাম ড্রাইভার মালেক।"

-"আর বলনা তাহার নামে এমন করে যা-তা।
তিনি চালক, যাত্রী মোরা, তিনিই সবার মাথা।
গরীব হলে মনটা তাহার খারাপ হত ভীষণ;
দক্ষ হাতে কে চালাতো স্বাস্থ্যখাতের মিশন?
কি আর বসে করত তখন স্বাচিপ কিংবা ড্যাব?
এই কথাটি বুঝল না হায় বাংলাদেশের র‍্যাব।
মানি লোকের বুঝল না মান, খুঁজল শুধু ভুল।
এখন শুনি করছে রেডি খানদানি এক শূল।
কোটি টাকার মালিক তিনি -এটা কি ভাই দোষ?
তোমরা সবাই সাধু পুরুষ, তিনি নন্দ ঘোষ।
বুদ্ধির জোর খাটিয়ে তিনি ছিলেন প্রভাবশালী।
তোমরা তারে না চিনিয়া অকাজে দেও গালি।
দূর্ণীতির নীতিতে তার গভীর ছিল জ্ঞান।
যে যাই বলুক, আমি তাহার মস্ত বড় ফ্যান।
তিনি এক মহা বিস্ময়, ব্যাখ্যাতীত মানব।
এই সমাজের রক্ত খাওয়া সফলতম দানব।"

Related Posts:

  • ডিজিটের নানা রূপডিজিটের নানা রূপ সারাদিন মাথা খায় অফি&#… Read More
  • সেলফি উইথ ছোট বোনের মেয়ে সেলফি উইথ ছোট বোনের মেয়ে (দেখলো না হায় আমার পানে চেয়ে ২৬তম দিনেও তাহার শুধুই ঘুমের ঝোঁক দোয়া করি জ্ঞানে গুণে অনেক বড় হোক। … Read More
  • ক্ষুদে ছড়া, দুঁদে ছড়াক্ষুদে ছড়া, দুঁদে ছড়া, মঙল, বুধে ছড়া নগদ … Read More
  • কল দিসবন্ধু তোরা কল দিস, একা থাকি, হতাশ লাগে, ম… Read More
  • একটি রুটিন ঘুম ভাঙার পর থেকে বের হবো না ঘর থেকে বিসিএস (ভাইভা) একটানা তারপরই খাবো খানা দশটা থেকে এমসিকিউ বিগ সিলেবাস -ওল্ড আর নিউ দুপুর বেলা অন্ন গিলে গ্রুপ স্টাডি পাঁচে মিলে রাতের বেলা ঘন্টা তিন লিটারেচার প্রতিদিন ব্যাংক স্টাডি শোয়ার … Read More

0 comments:

Post a Comment