ব্রাজিল ৪-০ পেরু।স্ট্যাটাস আর্জেন্টিনা আর তার সমর্থকদের নিয়ে!!!আর্জেটিনা ১-০ উরুগুয়ে।স্ট্যাটাসে ব্রাজিল আর তার সমর্থকদের নাম।কোন এক বছরের এইচএসসি রেজাল্টের দিন বিকাল বেলা আমার এক ছাত্রী ফোন দিয়ে দীর্ঘক্ষণ কান্নাকাটি করছিল। এক/দুই মিনিট কান্নাকাটির পর তার রেজাল্ট জানাল, "স্যার, আমার কাজিন এ+ পেয়েছে।"আমার ছাত্রীটি এ+ না পাওয়ার দুঃখে নয়, কেঁদেছিল কাজিনের সফলতায়।বাংলাদেশি অধিকাংশ ফুটবল প্রেমীদের অবস্থা...