Monday, August 9, 2021

হবু বনাম গবু

হবু বনাম গবু গরীব হবুর বাড়ি গবু আসতে কভু চায় না।হাজার চেষ্টা করেও হবু গবুর দেখা পায় না।আসি আসি বলেও  গবু আসতে তবু চায় না।আসবে গবু যদি হবু  মানে সকল বায়না।বায়না তো নয়, এ যেন ভাই না আসারই ধান্দা।কিন্তু হবু জন্ম থেকেই খুবই নাছোড়বান্দা। বায়না মত আনল হবু বাঘের দুধের পায়েসও।মিটালো সে ধনী গবুর অদ্ভুত সব খায়েশও। বিশ্বজুড়ে গবুর সুনাম- দিগবিজয়ী কুস্তিগির। কুস্তিখেলার মোড়ল সে যে...