(একটি মঞ্চ।একটি শিশু ১৯৭১ সম্পর্কে বলছে। আরেকটি শিশু তার কথার
সাথে নতুন কথা যোগ করছে।)
বর্বর আর অত্যাচারী পাকিস্তানী হানাদার।
(কতই আছে জানা তার?)
সাথে ছিল মন জুগিয়ে হিংস্র-শকুন রাজাকার।
(পায়নি উচিত সাজা তার)
পাকিস্তান সৃ্স্টির পর এই ঘটনা ঘটে।
(ভয়াবহ বটে!)
‘উর্দু হবে রাস্ট্র ভাষা’- এই ঘোষণায় রেগে
উঠল সবে জেগে।
তবে কি মুখের কথা বাংলাতে আর বলবে না?
(অবিচার আর চলবে না)
পার হল দিন আন্দোলনে ঘটল কত ঘটনা।
(নয় মিথ্যা রটনা)
একাত্তুরের পঁচিশে মা্র্চ হঠাৎ কালো রাতে
মরল মানুষ পাক বাহিনীর হাতে।
পাক বাহিনীর অত্যাচার মুখ বুজে কেউ সইল না।
(ঘরে বসে রইল না)
অস্ত্র হাতে বীর বাঙ্গালী যুদ্ধে দিল যোগ।
(দেশটাতো নয় পাকিস্তানের ভোগ)
মরল মানুষ লাখে লাখে, থামলনাতো তবু।
(এত রক্ত! প্রভু!)
যুদ্ধ হল মাঠে-ঘাটে, যুদ্ধ হল দেশটা জুড়ে।
(যাক শয়তান আস্তাকুড়ে)
ন্যায়ের তরে যুদ্ধ যাদের তাঁরা কি আর হারে?
(কে হারাতে পারে?)
ডিসেম্বরের ষষ্ঠদশে যুদ্ধ হল শেষ।
(আহা!স্বাধীন দেশ!)
অত্যাচারী তাবু গুটালো, পায়ে লুটালো রাজাকার।
(এবার দেব সাজা তার)
***কবিতাটি(ছড়া বলাই ভাল) seven-eitght এ পড়ার সময় লেখা।এটি আমার
মায়ের অসম্ভব প্রিয়।তিনি মাঝে মাঝেই এটি আবৃত্তি করেন। ছোটদের
শোনান।ভুলে গেলে আমার থেকে শুধরে নেন। তার অনুপ্রেরণাতেই
লেখালেখির শুরু।
0 comments:
Post a Comment