Sunday, April 20, 2014

বিবেকের মৃত্যুর হাজার বছর পূর্তি

কিছু মরণ হরণ করে ভাল লাগা বা ভাল
থাকার সুখানুভূতি,
মগজের তলদেশ
নাড়িয়ে ঘোলা করে চেতনার শুদ্ধতা,
পোশাকের সব গিঁট খুলে নগ্ন করে দেয়
আমাদের সভ্যতাকে।
কুকুর তখন দাবি করে, “আমিই আশরাফুল
মাখলুকাত।"
ঢুলু ঢুলু চোখে আমরা মেনে নেই সেই
দাবি।
পরক্ষনেই ব্যস্ত হয়ে পড়ি মসজিদ-
মন্দিরে,
বিবেকের মৃত্যুর হাজার বছর পূর্তিতে
সিন্নির রমরমা আয়োজনে।

0 comments:

Post a Comment