Saturday, April 19, 2014

আমরাই বাংলাদেশ

দুপুরের
খাওয়া শেষে টিউশনিতে যাচ্ছিলাম।
'মেনগেট ' থেকে একই অটোতে উঠল
আমার বয়সী দুইটা ছেলে।খুব সম্ভবত
রাবিতেই পড়ে।
দেখে বোঝা যাচ্ছে দুপুরে এখনও খায়
নি ওরা।আমার পাশের
ছেলেটি বিপরীতে বসা ছেলেটিকে বার
বার ওর 'মিল ' দুজনে ভাগ
করে খাওয়ার কথা বলছে। বিপরীতের
ছেলেটি রাজি হচ্ছে না। কারন
এতে প্রস্তাবকারির ভরপেট আহার
হবে না। বিকেলে কিছু
হালকা নাশতা করে নিলেই প্রবলেম
হবে না বলে আশ্বস্ত
করতে চাইছে প্রস্তাবকারি ছেলেটি।
'কাশেমের হোটেলে ' তখনও কিছু
পাওয়া যেতে পারে এই আশায় বন্ধুর
ভাগ করে খাওয়ার
প্রস্তাবে রাজি হচ্ছে না দ্বিতীয়
ছেলেটি।
ওদের কথোপকথনের মাঝেই
আমি নেমে গেলাম। গন্তব্য শেষ।
শেষ পর্যন্ত
ওরা ভাগাভাগি করে খেল, না একজন
'মিল ' এবং অন্যজন 'কাশেমের
হোটেলে ' খেল - সে কথা জানা হল
না আমার। তবে ওদের কথোপকথন
অসম্ভব ভালো লাগল।
ওরাই বাংলাদেশ।
ওরাই আমরা।
আমরাই বাংলাদেশ।

0 comments:

Post a Comment