Tuesday, April 22, 2014

গোধূলি

বধূর লাজে সূর্য যখন
মুখ লুকিয়ে হাসে,
মন জুড়িয়ে আসে, আমার
মন জুড়িয়ে আসে।

সেই হাসির ঢেউ খেলে যায়
নদীর জলে, বকের ডানায়;
সেই হাসিতে মায়ের সাথে
ঘরে ফেরে শালিক ছানায়।
সেই হাসিতে হাসে আকাশ
লাল নীলের মিলন মেলায়;
উদোম গায়ে খোকা হাসে
ঘরে ফেরার আগের খেলায়।
প্রজাপতি সেই হাসিটা
দেয় ছড়িয়ে শুভ্র কাশে।
মন জুড়িয়ে আসে, আমার
মন জুড়িয়ে আসে।

0 comments:

Post a Comment