গর গর গররর --
ডেকে যায় সব মেঘ ;
কেন এত রাগ
করে না তা উল্লেখ।
থেকে থেকে রাগ
ক্রমেই তাদের বাড়ে,
মেঘের দেহে লুকিয়ে তখন
সূর্যটা হাফ ছাড়ে।
ডানায় গতির ছন্দ তুলে
নাম না জানা পাখি
খবর ছড়ায় চারিদিকে -
বৈশাখী ! বৈশাখী !
তৃষ্ণা -কাতর এই পৃথিবী
সেই পাখিদের ডাকে
খুশির ভাবটা গোপন রেখে
সজাগ বসে থাকে।
এমন সময় কোথা থেকে
ঝুম ঝুমা ঝুম ঝুম
জলের ডাকে অস্বস্তি সব
যায় হয়ে যায় গুম।
জল আর মাটির হঠ্যাৎ মিলন
তীব্র নেশার ঘ্রাণ ;
আমিও তবে মাতাল হব, রাঙাবো এই
প্রাণ।
0 comments:
Post a Comment