Sunday, April 20, 2014

বিশ্বজিৎ

বিশ্বজিৎ ভুল করেছে।মরার আগে 'জয়
বাংলা', 'বাংলাদেশ জিন্দাবাদ'
আর 'নারায়ে তাকবির'-এই
তিনটি স্লোগানের একটিও দেয়নি।
দিলে অনেক সুবিধা হত আমাদের।
তাঁর লাশ নিয়ে মিছিল
করা যেত;পরের বছর স্মরণ সভার
আয়োজন করে তাঁর নামে কোন এক
দিবসের প্রচলন করা যেত। আরও কত
কী! তাছাড়া এভাবে নাম
পরিচয়হীনভাবে মরে ও শহীদ হওয়ার
মর্যাদা থেকেও বঞ্চিত হল। সরি,
আমিতো ভুলেই গেছি! ওতো 'হিদুর
ছেলে'। শহীদ হবেই বা কি করে!
সামান্য
একটি মরা নিয়ে হৈ চৈ করে আমরাও
ভুল করছি। প্রতিদিন কত লোকই
তো মরে। কেউ মরে জীবন্ত পুড়ে,
কারও মাথায় ইট, বালু, সিমেন্ট
থেকে শুরু করে গোটা আকাশ পর্যন্ত
ভেঙ্গে পড়ে; ছাগলের
পাতা খাওয়া নিয়ে ঝগরাতেও প্রাণ
যায় কারো কারো। আর বাস,ট্রাক,
লঞ্চ কিংবা স্টীমারে যে পরিমান
লোকের স্বর্গ বা বেহেশত নসিব
হয়েছে, সে পরিমান লোক অনেক
দেশের মোট জ়নসংখ্যার থেকেও
বেশি। তাই আসুন,
হৈ চৈ যদি করতেই হয়, পরিবার
পরিকল্পনা অধিদপ্তরের
বিলুপ্তি চেয়ে হৈ চৈ করি।

0 comments:

Post a Comment