Saturday, April 19, 2014

আয়রনি না বিচ্ছিন্ন ঘটনা?

প্রিয় এনামুল হক স্যার যখন
মারা গেলেন, কয়েকটা দিন কিছুই
ভাল লাগত না। শুধু তাঁর
কথা মনে হত। উঠতে, বসতে, ঘুমানোর
আগে, ঘুম থেকে উঠে – মোটামুটি সব
সময়ই মন মরা একটা ভাব থাকত।
বুকের ভিতর কেমন একটা খচখচ করত।
সেই অনুভূতি আবার ফেরত
এসেছে সম্পূর্ণ বিপরীত রুপে। এখন শুধু
থেকে থেকে নরাধম কাদের মোল্যার
কথা মনে পড়ছে। স্যার
মারা যাওয়ার পর মনে প্রশ্ন জাগত,
এত ভাল মানুষটা কেন এত
তাড়াতাড়ি চলে গেলেন? এখন প্রশ্ন
জাগছে, নিজ
হাতে কবি মেহেরুন্নেসাসহ অসংখ্য
মানুষ খুনকারী মোল্যারা শুধুমাত্র
রাজনৈতিক পরিচয়ের জোরে এখনও
কেন বেঁচে থাকার অধিকার পাবে ?
আসলে দুনিয়ার রীতিই
পাল্টে গেছে এখন। যাদের এখনও
অনেক কিছু দিতে বাকি,
তাঁরা আফসোস
জাগিয়ে চলে যাচ্ছেন পরপারে। আর
যাদের মৃত্যুতে চারপেয়েরাও
শুকরিয়া আদায় করবে,
তারা শতাব্দীর শ্রেষ্ঠ আক্ষেপ
জাগিয়ে বেঁচে থাকছে বহাল
তবিয়তে।

0 comments:

Post a Comment