Saturday, April 19, 2014

এ আমার হৃদয় ছেড়া মিনতি

এখনও রোহিঙ্গা, মালাউন
বা অন্যান্য
বেধর্মী হয়ে উঠেনি ওরা;
কোরআন, বাইবেল, গীতা, ত্রিপিটক
ওদের কাছে শুধুই কাগজের
মহাসমাবেশ;
তোমাদের মত রাজাকার, সুশীল,
জাতীয়তাবাদী, প্রগতিশীল
ইত্যাদি পন্থায় গাঁটকাটা শিখতেও
ঢের আছে বাকি;
ওদের রাজত্ব মাকে ঘিরে, মা-ই
ওদের দেবী।
তোমাদের প্রাসাদের
প্রতিটি ইটে রুটি-গোশতের ঘ্রাণ।
ওদের, তোমাদের বিস্তর ব্যবধান।
তোমাদের স্বার্থের রাক্ষস মাছ
গিলে খায় নিরীহের শান্তির ঘুম;
তোমরা ধর্ম ঘেঁটে এইডসেরও ওষুধ
বাট,
গড়ে তোল টোটকার মহাকারবার;
তোমাদের
উপচে পড়া জ্ঞানে অজ্ঞান হয়
ধর্ষিতা মানবতা।
ওরা রঙ্গিন চশমায় বিশ্ব দেখে;
ওদের পৃথিবী ঝকঝকে খেলাঘর;
তোমাদের কুৎসিত রূপ
ধরা পড়ে না ওদের চশমায়;
ওরা প্রকৃতির মুখপাত্র,ওদের হাসি,
কান্না বা বিস্ময়
ফুটিয়ে তোলে খোদার নিষ্পাপ
সৌন্দর্য।
সকল কুটিলতা নিয়ে দূরে গিয়ে মর
তোমরা;
ঈমানের টাকায় কেন
জান্নাতে বাড়ি,
পোপ থেকে নিয়ে আস পাপ-
মুক্তি সনদ,
কিংবা জঙ্গলে যাও-
ন্যাংটা হয়ে কর সিদ্ধির ধ্যান;
রাগী বউয়ের চাকর হও,
অথবা পৌরুষের জং ঘষে ফেল বউ
পিটিয়ে;
পার্কে এবং জেলে যাও,
যাও গান, নেশা আর ওয়াজের
মাহফিলে;
পাঁচশত টাকায় মিটিয়ে আস আদিম
জ্বালা-
যার যা খুশি কর,
শুধু ওদেরকে ওদের জগত
নিয়ে থাকতে দাও।
এ আমার হৃদয়ছেড়া মিনতি।

0 comments:

Post a Comment