মানুষ চার প্রকারঃ
১. খালি কলসঃ এরা শুধুই আওয়াজ
তোলে।
২. সুপার সনিকঃ এরাও আওয়াজ তোলে,
তবে সে আওয়াজ মিইয়ে যাওয়ার
আগে কাজে ঝাপিয়ে পড়ে।
৩. কোকিলের
ডিমঃ এরা জন্মগতভাবে আকাশে উড়ার
সুবিধাটুকু কেউ আদায় করে দিক এ আশায়
স্থবির হয়ে বসে থাকে।
৪.
পিপীলিকাঃ এরা কথা বলতে জানেনা।
কোন কাজ সামনে এলে মুখ
বুজে দলগতভাবে কাজ করে।
আজকের ইভেন্টের পরিপ্রেক্ষিতে এই
চার প্রকারের মানুষ চিনতে পারলাম।
আপনি নিজেকে কোন তালিকায়
রাখতে পারবেন?
0 comments:
Post a Comment