আকাশের মন কেন ভারি?
কোন শোকে প্রকৃতির এই আহাজারি?
সূর্য খোয়ালো কোথা রাক্ষুসে রূপ?
মাতাল বাতাস কেন হলো নিশ্চুপ?
পাখিটি পালকে তার ঠোট দুটো গুঁজে
লুকিয়ে রইলো কেন পাতার সবুজে?
কদমগাছের ডালে হেসে বলে ফুল,
ইট -চাপা প্রাণ শুধু করে এই ভুল।
সবুজ না ছুঁয়ে কভু বুঝবে কী করে
কী শোভা ছড়ানো এই বাদলের ভোরে?