এসব নিষ্ঠুর হত্যাকান্ডের ঘটনায়
ফেবুতে ধর্ম
বা জাতীয়তাকে বেশি গুরুত্ব
পেতে দেখি। কে বেশি প্রতিবাদ করল,
বা কে সংকীর্ণ
দৃষ্টিভঙ্গি কাটিয়ে উঠে প্রতিবাদ
করতে পারল না -এই নিয়েই
মাতামাতি চলে বেশি।
তাতে ফোকাসটা সরে যায়। কথা হল,
প্রতিটি মৃত্যুকষ্ট একই রকম তীব্র।
মুসলমান, হিন্দু, বাংগালি,
রোহিংগা বা বিহারি -সব স্বজনের
বুকফাটা আহাজারি আর কষ্টের ধরণ একই।
তাই কে কোন প্রসংগে নিরব থাকল,
সে কথা না ভেবে প্রতিটি মানবতাবিরোধী অপরাধের
বিরুদ্ধে যার যার অবস্থান
থেকে আমাদের প্রতিবাদী হওয়া উচিত।
আর কিছুই করতে না পারলে এসব পশুদের
কথা স্মরণ করে অন্তত একদলা থুতু
ফেলা যেতে পারে।
0 comments:
Post a Comment