Wednesday, July 24, 2019

অসংজ্ঞায়িত

কোন কাজেই প্রাণের সাড়া পাচ্ছি না ;
হাটছি ধীরে, কিন্তু কোথাও যাচ্ছি না।
চিন্তাগুলো সোজা পথে হাটছে না ;
বাড়ছে বছর কিন্তু সময় কাটছে না।

আগ্রহ নেই,  কিন্তু আবার
অবসাদেও ভুগছি না ;
কাছের মানুষ সরছে দূরে,
থাকছে হয়ে মুখ চিনা।
এই সমাজে রংচটা সুখ -
মনটা তাতে জুড়ছে না ;
ভাগ্যদেবী দিলেন গাড়ি,
কিন্তু চাকা ঘুরছে না।

হাটছি ধীরে কিন্তু কোথাও যাচ্ছি না ;
কোথাও যাওয়ার পথটা খুঁজে পাচ্ছি না।
আমার মত হেটেও যারা হাটছে না,
তাদেরও কি সময় ভালো কাটছে না?

এই বাদলের রিমঝিমঝিম

এই বাদলের রিমঝিমঝিম
মাথার ভেতর শব্দ খেলায়;
এই বাদলের অল্প আলোয়
মন চলে যায় স্বপ্ন ভেলায়;
এই বাদলে গাছের সবুজ
স্নিগ্ধ হয়ে শুধুই হাসে;
এই বাদলে বাসার পাখি
মাতে দারুণ  অবকাশে;
এই বাদলে থমকে দাঁড়ায়
এই পৃথিবীর সকল গতি;
এই বাদলে ভাঙলে নিয়ম
হয়ে যাবে খুব কি ক্ষতি?

Monday, July 1, 2019

মকছেদ খাবে কি?

মকছেদ খাবে কি?
টেস্টের জন্য
কোথাও সে যাবে কি?
কত টাকা লাগবে
মেডিসিন কিনতে?
পারবে কি ফার্মেসি
ফর্দটা চিনতে?
কয়বেলা মকছেদ
খাবে বড়ি কয়টা?
ভুল হলে কি যে হবে!
জেঁকে বসে ভয়টা।
খেয়ে খাবে? নাকি খাবে
খাবারের পূর্বেই?
এইসব প্রশ্ন
মাথাতে ঘুরবেই!
রুগী হবে পেরেশান
ডাক্তারি ভাষাতে;
এরচেয়ে ভালো লেখে
গেরামের চাষাতে।