Tuesday, December 31, 2019

বছর শেষের উপলব্ধিঃ

খুশির বাতাসে দুঃখ ভাসেমাত্রা ছাড়ানো  সীসার মত।আরেকটি শেষ নিঃশ্বাসেমহিমা হারায় নবজাত ক্রন্দন।মুদ্রার দুই পিঠে থাকে দু'রকম বাস্তবতা;আপেক্ষিকতার হেঁয়ালিতেআটকা পড়ে মানব জীবন।  এরই মাঝে বছর পালটায়।টিকটিকির লেজের মত আমরাও খসাতে চাই পুরনো বাস্তবতা।তাতে চক্রবৃদ্ধি হারে হতাশাই বা...