শাহী জিলাপিপ্রতি রমাদানে মজা করে খাই,এইবার হব খেলাপি?লক ডাউনের লক খুলে দাও,খাব আমি শাহী জিলাপি।একদিন ঠিক মরেই যাব,কিন্তু মরার আগেশাহী জিলাপির প্যাঁচ খুলে খাবভাবতেই ভালো লাগে।শাহী জিলাপির শাহী শাহী রস,আহ! কি দারুন স্বাদ।করোনার ভয়ে এই আইটেমইফতারে দেব বাদ?মরণ-বাচন খোদার হাতেছোটকাল থেকে জানি।করোনা কালেও ভীড় করে তাইশাহী জিলাপি আনি।আজ মরলে কাল দুই দিন,জীবনটা খুব খেলো।সেই জীবনে শাহী জিলাপিদেবদূত হয়ে এলো।করোনায়...