Thursday, April 16, 2020

চোরনামা

দেশে নাই কম চোর-
আছে বহু গম চোর।
আছে চাল, চিনি চোর,
বড় চোর, 'মিনি' চোর।
আছে নয়া তেল চোর,
বাস, ট্রাক, রেল চোর।
টিভি শোতে কথা চোর,
কেউবা অযথা চোর।
রিলিফের টিন চোর-
বাড়ে প্রতিদিন চোর।
 ভিজিএফ কার্ড চোর-
এরা খুব হার্ড চোর।
ডান-বাম নীতি চোর,
অপরের গীতি চোর।
ফেসবুকে লেখা চোর,
অজনা, অদেখা চোর।
শ্রমিকের ঘাম চোর,
পণ্যের দাম চোর।
ওজনের মাপ চোর,
ছেলে চোর, বাপ চোর।
সামাজিক ভাতা চোর,
এক্সামে খাতা চোর।
নদী-জমা বালু চোর,
বাপ, চাচা, খালু চোর।
সরকারি রড চোর,
সব বেটা 'ফ্রড', চোর।
আরও আছে ভূমি চোর
সাধু, মৌসুমি চোর।
সরকারি কাজ চোর-
এত কেন আজ চোর?
পুরাতন ভাত চোর,
সিঁধকাটা জাত চোর
নেই আজ ফর্মে;
সমাজের ডিজাইন
দেখে দেয় রিজাইন
পুরাতন কর্মে।
মাঠ, ঘাট, রাস্তা,
আলু, ডাল, পাস্তা
সবটাই আজ তাই
নব চোর লুটে খায়।
চাউলের একদানা,
পড়ে থাকা চার আনা-
সবটাই খুঁটে খায়।

Related Posts:

  • HollownessNo matter how smooth the road is, Some people always stumble in doubt. Living in peace they scratch their unhappy skin and invite rout. They aren’t seen doing anything, but are only capable of shout. They are very talkative, … Read More
  • আমার যা নেইআমার যা নেই, তা নিয়েই তোমাদের গর্ব; তোমাদের প্রাপ্তিতে আমার প্রাপ্তির অধিকার খর্ব? ধার করা প্রাপ্তির সুখ চাই, বাস করি বোকাদের স্বর্গে। জীবনের প্রকৃত সুখ সব হিমায়িত হয়ে থাকে মর্গে। সুখ খুঁজে ভুগি আমি অসুখে, বোকা ঘুঘু চিনি নাতো… Read More
  • মানানসই (মীনাক্ষী দাস)Search00Login/RegisterBest PostEducationJobMoreClose xAbdul Mottalib23-Apr-2019 at 10:04 amতুমি বললে পাহাড় কিনে দেবে-আমি বললাম -"কিসের প্রয়োজনে?একটা পাথর কুড়িয়ে আন যদি,সাজিয়ে রাখব ঠাকুর সিংহাসনে।"হঠাৎ তোমার বাগান কেনার শ… Read More
  • রাক্ষসের ভোজননাটিকাঃ রাক্ষসের ভোজনচরিত্রঃ ১। ইন্সপেক্টর পলক (রাক্ষস রাজের জনৈক পুলিশ ইন্সপেক্টর ২। স্যার ( রাক্ষস রাজের জনৈক সিনিয়র পুলিশ অফিসার।(তাতক্ষনিক রোল প্লে। ভিডিও দেখে স্ক্রিপ্ট লেখা। শেষ পর্যন্ত না দেখলে মজা মিস)স্যারঃ ইন্সপেক্ট… Read More
  • সাহেদনামাএত পাপ করে তবু অধরা কি থাকা যায়?চেহারায় আর কত সরলতা আঁকা যায়?শাক দিয়ে কত দিন মাছ ঢেকে রাখা যায়?সাহেদরা প্রতারণা করতেই ঢাকা যায়।মিঠা মিঠা বুলিগুলো পুরাটাই ফাঁকা যায়।অসহায় মানুষের গাঁট থেকে টাকা যায়।সোজা পথ ছেড়ে যারা চিরদিন বাঁ… Read More

0 comments:

Post a Comment