Thursday, October 8, 2020

অটো পাশ

-স্যার অটো পাশ!!! আমি অটো পাশ!!!!
- অটো কি? অটো তে আছ? না অটো চালাচ্ছ?
_ না, স্যার। এবারের এইচ এস সি পরীক্ষা হবে না। আমরা সবাই অটো পাশ।
- ও, এত খুশি হওয়ার কিছু নাই। এবারের এডমিশন টেস্টে এইচ এসসির রেজাল্ট যুক্ত হওয়ার সম্ভাবনা নাই। এখন থেকে ভালো করে পড়। না হলে অটো বাঁশ খাবা। ঠিক আছে?
(শিক্ষক বিরক্ত হয়ে ফোন কলটি কেটে দিল। তাঁর বিরক্তির প্রধান কারন মিষ্টি নিয়ে কোন ছাত্রই এবার তাঁর সাথে দেখা করতে আসে নি।)

Related Posts:

  • মিরপুরে শুয়ে আমি খেলা দেখি টিভিতে আমার এই দুঃখ থাকবে না রেকর্ডের পাতাতে, থাকবে না হিসাবের খাতাতে, থাকবে না চাকরির সিভিতে - মিরপুরে শুয়ে আমি খেলা দেখি টিভিতে। … Read More
  • আমি ছিলাম কোথায়, আছি কোথায় আমি ছিলাম কোথায়, আছি কোথায়, যাবো কোথায়- জানি নারে! আমায় নিয়ে খেলছে কে যে, কোথায় সে যে - জানি নারে! এ দুনিয়ার মঞ্চে আমি কার নাটকে হাসি,কাঁদি, সময় কাটাই, কার হাতে মোর ঘুড়ির লাটাই-জানি নারে! আমি জানতে তারে বারেবারে হোঁচট খেয়েও … Read More
  • আমার কৈফয়ত আমি কেন লেখি আবোল তাবোল - কৈফত তার নানান দিতে হয়। মনের ভেতর বাজলে কথার ডুগডুগি জানান দিতে হয়। … Read More
  • তামিম আজকে যারা তামিম বলে লাফাচ্ছিস, মাঠ এবং ফেসবুকটা কাঁপাচ্ছিস, কালকে তারই বাপ -মা তুলে গাল দিবি। অন্য কারো সফলতায় তাল দিবি। … Read More
  • বাংলাধোলাই আমরা যাদের দেই বাংলাধোলাই তাদের মোরা ক্রিকেট খেলা ভোলাই। পাকিগুলোর নতুন করে শিখতে হবে খেলা। আয় ইন্ডিয়া, অস্ট্রেলিয়া ঋণ জমেছে মেলা। আয় খেলে যা, আয় আয় আয় -- ডাকছি তোদের মাঠে ; চিরতরে 'ভাইঙ্গা দেবো ' থাকবি শুয়ে খাটে। … Read More

0 comments:

Post a Comment