Saturday, January 9, 2021

মাস্ক পরুন

করোনা থেকে সুরক্ষিত থাকার প্রচেষ্টা ছাড়াও অন্যান্য যে সব কারনে মাস্ক পরবেনঃ
১। ডাস্ট থেকে রক্ষা পেতে
২। রাস্তার পাশে ফেলা রাখা আবর্জনার দুর্গন্ধ শুকতে না চাইলে
৩। নিজের মুখের দুর্গন্ধ দ্বারা অন্যকে নাজেহাল করতে না চাইলে।
৪। দাঁতহীন, কম দাঁতের বা এলোমেলো দাঁতযুক্ত মুখের বিকট হাসি লুকাতে চাইলে।
৫। মেয়েদের ক্ষেত্রে বাইরে বের হওয়ার আগে মেকাপ করার সময় না পেলে।
৬। ছেলেদের কয়েকদিনের না কাটা দাড়ি গোফ লুকিয়ে অফিস করতে চাইলে।
৭। নিজের চেহারা লুকিয়ে কোথাও আড্ডা দিতে চাইলে।
৮। বিড়িসহ অন্যান্য খাওয়ার দাওয়াত প্রত্যাখ্যান করতে চাইলে।
৯। কিছু মেয়ে সারাদিন কিভাবে নেকাব
পরে কাটায় সেটি উপলব্ধি করতে চাইলে।
১০। যাদের সেলফিতে কোনদিনও মুখ, ঠোটের ভাব ভালো আসে না, তারা সেভাব লুকিয়ে সেল্ফি তুলতে চাইলে।

অতএব, দলে দলে মাস্ক পরুন।
(কিছু  বাদ গেলে কমেন্ট করুন।)

Related Posts:

  • আজ জিতলে বাংলাদেশ আজ জিতলে রাতে হবে খিচুড়ি, ইলিশ, আর চিকেন রোস্ট। আর হারলে শুকনো দুটো টোস্ট। বেস্ট অব লাক ইংলিশ শিবির মারুক তিন চারটা ডাক। স্লগ ওভারে কথা কম, হবে শুধু কোপ বল শুধু যাবে ছুঁয়ে এডিলেডের রোপ। বাক বাকুম পায়রা!!! একশো করল … Read More
  • মুড়ি-চানাচুর মুড়ির সাথে মেশে যখন বড় দানার চানাচুর, জিহ্বা আমার গন্ডি ছেড়ে বেরিয়ে আসে অনেকদূর লংকা তখন কান্ড ঘটায়, তেল পিয়াজ আর লবণে বাদলা দিনের এই রেসিপির সুবাস পাঠায় পবনে। … Read More
  • আমার কৈফয়ত আমি কেন লেখি আবোল তাবোল - কৈফত তার নানান দিতে হয়। মনের ভেতর বাজলে কথার ডুগডুগি জানান দিতে হয়। … Read More
  • হ্যাপি-রুবেল হ্যাপির আগুনে পুড়িয়া পুড়িয়া রুবেল হইলো খাটি স্লোগানে স্লোগানে কেঁপে উঠে তাই বাংলাদেশের মাটি। হ্যাপিতে মোদের রাগ নেই আর রুবেলে সবাই হ্যাপি " বাংলাদেশ " "বাংলাদেশ " আওয়াজ বিশ্বব্যাপী। … Read More
  • যে সবে বঙ্গেত জন্মি যে সবে বঙ্গেত জন্মি সাপোর্ট করে ভারত, সে সব মানুষরূপী মল -মূত্রের আড়ত। … Read More

0 comments:

Post a Comment