Saturday, January 9, 2021

সম্পর্কের খেলা

তুমি চেয়েছ আমি যেন চাই
তোমাকে সকল বেলা;
আমি চেয়েছি একটু আড়াল,
মাঝে মাঝে অবহেলা;
আমি চেয়েছি ভাসাবো দূরে
বন্ধনহীন ভেলা;
তুমি চেয়েছ তোমার আকাশে
আমার ডানা মেলা।
চাওয়া-পাওয়ার এই ফারাকই
সম্পর্কের খেলা।

Related Posts:

  • নতুন বছর, নতুন বইনতুন বছর, নতুন বই-এত খুশি রাখব কই?নতুন পাতার নতুন ঘ্রাণ-জ্ঞান দরিয়ায় করব স্নান। পড়ব বই, গড়ব দেশ,অজ্ঞতা সব করব শেষ।… Read More
  • এই বাদলের রিমঝিমঝিমএই বাদলের রিমঝিমঝিম মাথার ভেতর শব্দ খ&#… Read More
  • প্রিয় চোরপ্রিয় চোর/চোরমন্ডলী আপনি বা আপনারা গত &… Read More
  • বছর শেষের উপলব্ধিঃখুশির বাতাসে দুঃখ ভাসেমাত্রা ছাড়ানো  সীসার মত।আরেকটি শেষ নিঃশ্বাসেমহিমা হারায় নবজাত ক্রন্দন।মুদ্রার দুই পিঠে থাকে দু'রকম বাস্তবতা;আপেক্ষিকতার হেঁয়ালিতেআটকা পড়ে মানব জীবন।  এরই মাঝে বছর পালটায়।টিকটিকির লেজের মত … Read More
  • অসংজ্ঞায়িত কোন কাজেই প্রাণের সাড়া পাচ্ছি না ; হাটছ… Read More

0 comments:

Post a Comment