Saturday, January 9, 2021

খেপলা জালের ইতিকথা

 খেপলা জাল দিয়ে মাছ ধরা সহজ কাজ নয়। প্রথমে খেপলাটাকে তিনভাগে হাতে নিতে হয়। একভাগ ডান হাতের কনুই দিয়ে উঁচু করে ধরে রাখতে হয়। আরেকভাগ ধরতে হয় বামহাতের আঙুলে। আরেকভাগ ডান হাত এবং বাম হাতের মাঝে ঝুলে থাকে। ডানহাতের কবজিতে বাঁধা থাকে খেপলার দড়ি। এবার দুইহাত কয়েকবার আগ-পিছ করার মাধ্যমে গতি সঞ্চার করে জোরে ছেড়ে দিতে হয় খেপলাটি। বামহাতের অংশটি একটু ধরে রেখে দেরিতে ছাড়তে হয়। তাতে নিক্ষেপটি গোল হয়ে পড়ে। তারপর ডানহাতের কবজিতে বেঁধে রাখা দড়ি ধরে নিচু করে আস্তে আস্তে টেনে ডাঙায় তোলা হয় ক্ষেপলাটি। ঘালি (যেখানে মাছ জমে) থেকে মাছ ছাড়ানোও ঝামেলার কাজ। ঘালিতে মাছ ছাড়াও শ্যাওলা, বাঁশের কঞ্চি ইত্যাদি উঠে আসে। এগুলো সুতাতে পেচিয়ে যায়। ধৈর্য নিয়ে না ছাড়ালে অনেক সময় জালটি ছিঁড়ে যেতে পারে।

Related Posts:

  • প্রতিশ্রুতি না পাপ?ছেলেটি আলতো ঠোঁটে একেঁ দিলমেয়েটির কপালে পবিত্র প্রতিশ্রুতি। প্রতিশ্রুতিই তো? নাকি পাপ?নাকি নষ্ট সমাজের ভ্রষ্ট দু' জনমানব-মানবীর আদিম উদ্দামতা? ঘটনা যাই হোক, আমার দৃষ্টিভঙ্গিবলে দেয় আমি কি দেখেছি।… Read More
  • যে জলে আজ যাচ্ছি ডুবেযে জলে আজ মরছি ডুবে,তাতেই সাঁতার কাটছো যে!যে পথে আর বাড়াই না পা,সে পথে খুব হাঁটছো যে! যে সুর আর ভাল্লাগে না,সেই সুরে গান তুলছো যে!যে স্মৃতি মোর হয় না অতীত,তাকেই হঠাৎ ভুলছো যে!… Read More
  • কাল এক্সামকাল এক্সাম,  আসুন লিখি ছড়া ;মাথার ভিতর ঢুকছে না তো পড়া।কিংবা একটা গল্প বলুন -এক যে ছিল রাজা,পছন্দ সে করত তিলের খাজা।কিন্তু বইয়ের আজব আজব কথাআনন্দ তার করল ভাজা ভাজা।আচ্ছা এবার আসুন, বকছি আমি যা -তা।সবই আছে ঠিক,  বিগড়ে গেছে মাথ… Read More
  • বিজ্ঞানী না নিয়ে আমি ঘরকে যাব নাখবরে প্রকাশ, বিজ্ঞপ্তি দিয়েও বাংলাদেশে বিজ্ঞানী পাওয়া যাচ্ছে না।বিজ্ঞানী – আল বোরহানএসপি,  ডিসি, প্রশাসকের সোনার বাংলাদেশেজগদীশ আর সত্যেন বোসরা কোথায় গেল ভেসে?ঢাবির কাছে জিজ্ঞাসিলাম, বিজ্ঞানী কি আছে?বলল রেগে, "বিজ্ঞানী কি ধরব… Read More
  • হিরো আলমেরাআমাদের যা কিছু ভালো,যা কিছু সেরা,সেখানে এখন ঢুকে পড়েছেহিরো আলমেরা।… Read More

0 comments:

Post a Comment