Saturday, January 9, 2021

খেপলা জালের ইতিকথা

 খেপলা জাল দিয়ে মাছ ধরা সহজ কাজ নয়। প্রথমে খেপলাটাকে তিনভাগে হাতে নিতে হয়। একভাগ ডান হাতের কনুই দিয়ে উঁচু করে ধরে রাখতে হয়। আরেকভাগ ধরতে হয় বামহাতের আঙুলে। আরেকভাগ ডান হাত এবং বাম হাতের মাঝে ঝুলে থাকে। ডানহাতের কবজিতে বাঁধা থাকে খেপলার দড়ি। এবার দুইহাত কয়েকবার আগ-পিছ করার মাধ্যমে গতি সঞ্চার করে জোরে ছেড়ে দিতে হয় খেপলাটি। বামহাতের অংশটি একটু ধরে রেখে দেরিতে ছাড়তে হয়। তাতে নিক্ষেপটি গোল হয়ে পড়ে। তারপর ডানহাতের কবজিতে বেঁধে রাখা দড়ি ধরে নিচু করে আস্তে আস্তে টেনে ডাঙায় তোলা হয় ক্ষেপলাটি। ঘালি (যেখানে মাছ জমে) থেকে মাছ ছাড়ানোও ঝামেলার কাজ। ঘালিতে মাছ ছাড়াও শ্যাওলা, বাঁশের কঞ্চি ইত্যাদি উঠে আসে। এগুলো সুতাতে পেচিয়ে যায়। ধৈর্য নিয়ে না ছাড়ালে অনেক সময় জালটি ছিঁড়ে যেতে পারে।

Related Posts:

  • অগণতান্ত্রিক ভালোবাসানা করতে না পারার ব্যর্থতায়সর্বদলীয় ভালোবাসা নয়;কঠোর অবস্থান দেখাতে গিয়েনির্দলীয় নিরপেক্ষতাও নয়;তুমি একদলীয়, একপেশে হ্ও,ভালোবাস শুধুই আমারে।… Read More
  • মাস্ক পরুনকরোনা থেকে সুরক্ষিত থাকার প্রচেষ্টা ছাড়াও অন্যান্য যে সব কারনে মাস্ক পরবেনঃ১। ডাস্ট থেকে রক্ষা পেতে২। রাস্তার পাশে ফেলা রাখা আবর্জনার দুর্গন্ধ শুকতে না চাইলে৩। নিজের মুখের দুর্গন্ধ দ্বারা অন্যকে নাজেহাল করতে না চাইলে।৪। দাঁতহ… Read More
  • ঘুরন্টিপদ্মার তীরেসবুজের ভিড়েপ্রকৃতির নীড়েআসি ফিরে ফিরে।দলবেঁধে যাইআনমনে গাইখুব মজা পাইআরও যেতে চাই।এই আছি বেশঘুরি সারা দেশহয়ে থাকি ফ্রেশক্লান্তিটা শেষ।তুমি সাথে যাবে?ঘুরবে, খাবেজলে নেমে নাবেখুব মজা পাবে।… Read More
  • সবুজের বুকেশহরের কোলাহলে প্রাণ মরে কেঁদে;প্রকৃতির মাঝে তাই যাই দলবেঁধে।প্রমত্তা পদ্মার বুকে জাগে চর।সবুজের মাঝে সেথা ছোট ছোট ঘর।এখানে সেখানে দেখি নীল জলাশয়।রোদে মাছ ঝলকায়, চলে নির্ভয়।শীত এলে নেমে যায় বেড়ে উঠা জলঘাস খেতে মেতে উঠে গবাদির… Read More
  • কবির রূপলিখি আমি প্রেমের কবিতা-তাই ভাব আমায় প্রেমিক।যদি লিখি শ্রমের কবিতা,ভাববে কি আমায় শ্রমিক?এ যুগের কবি আমি ভাই,আমি মানব মনের প্রতিনিধি। আমার লেখায় ফুটে উঠেতোমাদের সব গতিবিধি। যে নারীর দেহ সৌরভে পুরুষের মনে জাগে কাম,প্রবল নির্মোহে… Read More

0 comments:

Post a Comment