Sunday, August 2, 2020

মানানসই (মীনাক্ষী দাস)

Close x

তুমি বললে পাহাড় কিনে দেবে-
আমি বললাম -"কিসের প্রয়োজনে?
একটা পাথর কুড়িয়ে আন যদি,
সাজিয়ে রাখব ঠাকুর সিংহাসনে।"

হঠাৎ তোমার বাগান কেনার শখ-
হেসে বললাম - "খরচ কর বুঝে,
একটা বরং গোলাপ কিনে এনে
নীজ হাতে খোপায় দিও গুঁজে।"

সেদিন বললে বিদেশ নিয়ে যাবে-
হেসে বললাম - "অর্থ অপচয়,
তার চেয়ে চলো দুজন মিলে বসে
নদীর পাড়ে দেখব সূর্যোদয়।"

জীবন হল ছোট্ট ডিঙির মত,
কি হবে তোর মস্ত বড় পাল?
ঝড়-জল সব সামাল দিতে গেলে
চাইতো মোটা শক্ত দুটো হাল!

আমরা হলাম মাটির কাছের জীব
সারা জীবন মাটির মাপেই রই,
চাওয়া-পাওয়া ছোট্ট হবে যত
জীবন হবে ততই মানানসই।
--------------------------------

মানানসই
মীনাক্ষী দাস

Related Posts:

  • মাস্ক পরুনকরোনা থেকে সুরক্ষিত থাকার প্রচেষ্টা ছাড়াও অন্যান্য যে সব কারনে মাস্ক পরবেনঃ১। ডাস্ট থেকে রক্ষা পেতে২। রাস্তার পাশে ফেলা রাখা আবর্জনার দুর্গন্ধ শুকতে না চাইলে৩। নিজের মুখের দুর্গন্ধ দ্বারা অন্যকে নাজেহাল করতে না চাইলে।৪। দাঁতহ… Read More
  • অগণতান্ত্রিক ভালোবাসানা করতে না পারার ব্যর্থতায়সর্বদলীয় ভালোবাসা নয়;কঠোর অবস্থান দেখাতে গিয়েনির্দলীয় নিরপেক্ষতাও নয়;তুমি একদলীয়, একপেশে হ্ও,ভালোবাস শুধুই আমারে।… Read More
  • সম্পর্কের খেলাতুমি চেয়েছ আমি যেন চাইতোমাকে সকল বেলা;আমি চেয়েছি একটু আড়াল,মাঝে মাঝে অবহেলা;আমি চেয়েছি ভাসাবো দূরেবন্ধনহীন ভেলা;তুমি চেয়েছ তোমার আকাশেআমার ডানা মেলা। চাওয়া-পাওয়ার এই ফারাকইসম্পর্কের খেলা। … Read More
  • খেপলা জালের ইতিকথা খেপলা জাল দিয়ে মাছ ধরা সহজ কাজ নয়। প্রথমে খেপলাটাকে তিনভাগে হাতে নিতে হয়। একভাগ ডান হাতের কনুই দিয়ে উঁচু করে ধরে রাখতে হয়। আরেকভাগ ধরতে হয় বামহাতের আঙুলে। আরেকভাগ ডান হাত এবং বাম হাতের মাঝে ঝুলে থাকে। ডানহাতের কবজিতে বা… Read More
  • ঘুরন্টিপদ্মার তীরেসবুজের ভিড়েপ্রকৃতির নীড়েআসি ফিরে ফিরে।দলবেঁধে যাইআনমনে গাইখুব মজা পাইআরও যেতে চাই।এই আছি বেশঘুরি সারা দেশহয়ে থাকি ফ্রেশক্লান্তিটা শেষ।তুমি সাথে যাবে?ঘুরবে, খাবেজলে নেমে নাবেখুব মজা পাবে।… Read More

0 comments:

Post a Comment