Tuesday, July 28, 2020

আমার যা নেই

আমার যা নেই,
তা নিয়েই তোমাদের গর্ব;
তোমাদের প্রাপ্তিতে আমার
প্রাপ্তির অধিকার খর্ব?
ধার করা প্রাপ্তির সুখ চাই,
বাস করি বোকাদের স্বর্গে।
জীবনের প্রকৃত সুখ সব
হিমায়িত হয়ে থাকে মর্গে।
সুখ খুঁজে ভুগি আমি অসুখে,
বোকা ঘুঘু চিনি নাতো ফাঁদ।
কোকিলেরা নিয়ে যায় ছানা সব,
অর্জন হয় বরবাদ।

0 comments:

Post a Comment