তুমি বললে পাহাড় কিনে দেবে-
আমি বললাম -"কিসের প্রয়োজনে?
একটা পাথর কুড়িয়ে আন যদি,
সাজিয়ে রাখব ঠাকুর সিংহাসনে।"
হঠাৎ তোমার বাগান কেনার শখ-
হেসে বললাম - "খরচ কর বুঝে,
একটা বরং গোলাপ কিনে এনে
নীজ হাতে খোপায় দিও গুঁজে।"
সেদিন বললে বিদেশ নিয়ে যাবে-
হেসে বললাম - "অর্থ অপচয়,
তার চেয়ে চলো দুজন মিলে বসে
নদীর পাড়ে দেখব সূর্যোদয়।"
জীবন হল ছোট্ট ডিঙির মত,
কি হবে তোর মস্ত বড় পাল?
ঝড়-জল সব সামাল দিতে গেলে
চাইতো মোটা শক্ত দুটো হাল!
আমরা হলাম মাটির কাছের জীব
সারা জীবন মাটির মাপেই রই,
চাওয়া-পাওয়া ছোট্ট হবে যত
জীবন হবে ততই মানানসই।
Sunday, August 2, 2020
Home »
» মানানসই (মীনাক্ষী দাস)
মানানসই (মীনাক্ষী দাস)
8:55 AM
No comments
Related Posts:
সেলফি উইথ ছোট বোনের মেয়ে সেলফি উইথ ছোট বোনের মেয়ে (দেখলো না হায় আমার পানে চেয়ে ২৬তম দিনেও তাহার শুধুই ঘুমের ঝোঁক দোয়া করি জ্ঞানে গুণে অনেক বড় হোক। … Read More
একটি রুটিন ঘুম ভাঙার পর থেকে বের হবো না ঘর থেকে বিসিএস (ভাইভা) একটানা তারপরই খাবো খানা দশটা থেকে এমসিকিউ বিগ সিলেবাস -ওল্ড আর নিউ দুপুর বেলা অন্ন গিলে গ্রুপ স্টাডি পাঁচে মিলে রাতের বেলা ঘন্টা তিন লিটারেচার প্রতিদিন ব্যাংক স্টাডি শোয়ার … Read More
ডিজিটের নানা রূপডিজিটের নানা রূপ সারাদিন মাথা খায় অফি&#… Read More
অভিশাপ যে জন ছুঁড়ে পেট্রোলবোম, যে দেয় তাকে টাকা, তাদের চৌদ্দগুষ্ঠি মরুক, করুক ভিটা খাঁখাঁ। … Read More
পুড়িতে চাহি না আমি বোমার অনলে পুড়িতে চাহি না আমি বোমার অনলে, বাসে -ট্রেনে নিরাপদ ফিরিবার চাই। এই গণতন্ত্রের রাক্ষুসে রূপে স্বাভাবিক মরনের গ্যারান্টি নাই! … Read More
0 comments:
Post a Comment