দীর্ঘতম রাতে দেখা নাতিদীর্ঘ স্বপ্ন
হাহাকারের বাদ্য বাজায় মনে?
আমায় তুমি বলতে পার কি বেদনা জমা
তোমার হিয়ার গভীরতম কোণে।
কান্না যখন হঠাৎ হঠাৎ এসে
ভাষা খুঁজে তোমার নয়ন জুড়ে,
আমিই হব তোমার হাতের রুমাল-
রাখ কেন তবে আমায় দূরে?
চাওয়া পাওয়ার টালি খাতা ফেলে
আস কিনি আজকে নতুন খাতা;
সেই খাতাতে ভরিয়ে ফেলি দু'জন
তোমার আমার যৌথ মনের পাতা।
0 comments:
Post a Comment