Saturday, January 9, 2021

অভিনয়

 এই যে তুমি অযথা খুব

দেখিয়ে বেড়াও টাকার গরম,
অশ্লীল কাজ করার পরও
দেখিয়ে বেড়াও লজ্জা-শরম;
এই যে তুমি সেলফিতে খুব
প্রাণ খোলা এক হাসি দেখাও,
প্রিয় জনের বুকে হঠাৎ
ছবির পোজে মাথা ঠেকাও;
এই যে তুমি খুব দরদী,
গরীব লোকের অধিক আপন,
অসহায়ের কষ্টে তোমার
হৃদয় জুড়ে উঠে কাঁপন;
এই যে তোমার কপাল মাঝে
নামাজ পড়ার চিহ্ন কালো,
সকল কথার সারমর্ম -
লোকটা তুমি খুবই ভালো।
এই যে তুমি বিবৃতিতে
দুর্নীতি সব ঘায়েল কর,
টক শোতে তুমি একাই
দেশপ্রেমিক এক মস্ত বড়।
রাতে যখন ঘুমাতে যাও,
চোখ বুজার একটু আগে
ভেবে দেখ অভিনয়টা
নিজের কাছে কেমন লাগে।

Related Posts:

  • আজ জিতলে বাংলাদেশ আজ জিতলে রাতে হবে খিচুড়ি, ইলিশ, আর চিকেন রোস্ট। আর হারলে শুকনো দুটো টোস্ট। বেস্ট অব লাক ইংলিশ শিবির মারুক তিন চারটা ডাক। স্লগ ওভারে কথা কম, হবে শুধু কোপ বল শুধু যাবে ছুঁয়ে এডিলেডের রোপ। বাক বাকুম পায়রা!!! একশো করল … Read More
  • সুমনের দোকানের আড্ডাটা আজ আর নেই ১ সুমনের দোকানের আড্ডাটা আজ আর নেই আজ আর নেই কোথায় হারিয়ে গেল হাসি- মাখা মুখগুলো সেই আজ আর নেই। ২ উর্মি বগুড়ায়, শাম্মি ঢাকাতে, নেই তাঁরা আজ কোন খবরে, ডেসটিনি আইকন মনসুর আহমেদ পিছলে গেছে আজ গোবরে। বাবার কথায় হেসে নতুন বধুর ব… Read More
  • মেয়েটির নাম জারা মেয়েটির নাম জারা সব কাজে শুধু তাড়া পিছনে সে লাগে যদি যায় না তো আর পারা! হাটে না সে, ছুটে চলে যেন ফুল ফুটে চলে উচ্ছ্বাস বান ডেকে শুধু তার রুটে চলে। যখন সে রেগে থাকে সারারাত জেগে থাকে আম্মুটা না ঘুমিয়ে তার সাথে লেগে থাকে। … Read More
  • অভিশাপ যে জন ছুঁড়ে পেট্রোলবোম, যে দেয় তাকে টাকা, তাদের চৌদ্দগুষ্ঠি মরুক, করুক ভিটা খাঁখাঁ। … Read More
  • বিবেকের গণকবরে বিবেকের গণকবরে শুয়ে আজ ষোল কোটি লাশ - পচনের স্তর জুড়ে বর্ণিল পোকাদের বসবাস। … Read More

0 comments:

Post a Comment