Saturday, January 9, 2021

অভিনয়

 এই যে তুমি অযথা খুব

দেখিয়ে বেড়াও টাকার গরম,
অশ্লীল কাজ করার পরও
দেখিয়ে বেড়াও লজ্জা-শরম;
এই যে তুমি সেলফিতে খুব
প্রাণ খোলা এক হাসি দেখাও,
প্রিয় জনের বুকে হঠাৎ
ছবির পোজে মাথা ঠেকাও;
এই যে তুমি খুব দরদী,
গরীব লোকের অধিক আপন,
অসহায়ের কষ্টে তোমার
হৃদয় জুড়ে উঠে কাঁপন;
এই যে তোমার কপাল মাঝে
নামাজ পড়ার চিহ্ন কালো,
সকল কথার সারমর্ম -
লোকটা তুমি খুবই ভালো।
এই যে তুমি বিবৃতিতে
দুর্নীতি সব ঘায়েল কর,
টক শোতে তুমি একাই
দেশপ্রেমিক এক মস্ত বড়।
রাতে যখন ঘুমাতে যাও,
চোখ বুজার একটু আগে
ভেবে দেখ অভিনয়টা
নিজের কাছে কেমন লাগে।

0 comments:

Post a Comment