ঘুম ভাঙা মাঝরাত স্মরণীয় হয়ে থাক
কবিতার সাবলীল ছন্দে;
জাগিয়া গেলাম কি ঘুমন্ত মগজের
নানাবিধ চিন্তার দ্বন্দে?
পৃথিবী ঘুমিয়ে আছে,আমি শুধু ভাবছি
এত দিনে ঘটল কী প্রাপ্তি,
কত দিন ধরনীর আলো আর বাতাসে
রবে এই জীবনের ব্যাপ্তি।
তিলে তিলে গড়া মোর ভাবনার দুনিয়া
কোথায়,কিভাবে পাবে ঠাঁই?
আমার এ জগত যাকে আমি দিয়ে যাব
সে মানুষ যদি না খুঁজে পাই?
(মাঝরাতের স্ট্যাটাস। অসম্পূর্ণ রেখেই ঘুমিয়ে পড়েছিলাম। দিনে আবার লিখলাম)
0 comments:
Post a Comment