একটি ভাষণ-
একটি হাতের তর্জনীতে
অত্যাচারীর সকল আসন
উলটে গেল প্রবল ঝড়ে।
উলটে গেল সকল হিসাব
শেখ মুজিবের বজ্রস্বরে।
একটি ভাষণ-
একটি হাতের তর্জনীতে
ভীষণ ভয়ে উঠল কাঁপন
হানাদারের অসুর প্রাণে।
সেই ভাষণের জলোচ্ছ্বাসে
আজও মাতি পুণ্য স্নানে।
একটি ভাষণ-
একটি হাতের তর্জনীতে
হানাদারের ভয়াল শাসন
থমকে গেল হঠাৎ করে।
সেই ভাষণের শব্দে খুঁজি
প্রেরণা আজ নতুন ভোরে।
একটি...