Sunday, March 7, 2021

একটি ভাষণ

একটি ভাষণ- একটি হাতের তর্জনীতে অত্যাচারীর সকল আসন উলটে গেল প্রবল ঝড়ে। উলটে গেল সকল হিসাব শেখ মুজিবের বজ্রস্বরে।   একটি ভাষণ- একটি হাতের তর্জনীতে ভীষণ ভয়ে উঠল কাঁপন হানাদারের অসুর প্রাণে। সেই ভাষণের জলোচ্ছ্বাসে আজও মাতি পুণ্য স্নানে।     একটি ভাষণ- একটি হাতের তর্জনীতে হানাদারের ভয়াল শাসন থমকে গেল হঠাৎ করে। সেই ভাষণের শব্দে খুঁজি প্রেরণা আজ নতুন ভোরে।   একটি...

Wednesday, March 3, 2021

পরশ্রীকাতরতা

পরশ্রীকাতরতা তোমাদের সম্পদে বাড়ে মোর লোভ;বঞ্চিত হয়ে শুধু মনে জাগে ক্ষোভ।তোমাদের রোশনিতে মুখ করি ভার, মনে হয় এই আমার আরও দরকার। গোপন এক আগুনে পুড়ে হই ছাই।তুলনায় হেরে গিয়ে মনে ব্যথা পাই। এত কিছু একা একা কেন কর ভোগ?এই আমার তরে কেন রাখ শুধু শোক?সবটাই তোমাদের কেন পেতে হবে?আমার তরে কেন এঁটো পড়ে রবে?কি এমন যোগ্যতা আছে তোমাদের?এত কেন সফল তা পাচ্ছি না টের। এভাবে তোমাদের নিয়ে ভাবি যত,মনে...