Sunday, March 7, 2021

একটি ভাষণ

একটি ভাষণ-

একটি হাতের তর্জনীতে

অত্যাচারীর সকল আসন

উলটে গেল প্রবল ঝড়ে।

উলটে গেল সকল হিসাব

শেখ মুজিবের বজ্রস্বরে।

 

একটি ভাষণ-

একটি হাতের তর্জনীতে

ভীষণ ভয়ে উঠল কাঁপন

হানাদারের অসুর প্রাণে।

সেই ভাষণের জলোচ্ছ্বাসে

আজও মাতি পুণ্য স্নানে।

 

 

একটি ভাষণ-

একটি হাতের তর্জনীতে

হানাদারের ভয়াল শাসন

থমকে গেল হঠাৎ করে।

সেই ভাষণের শব্দে খুঁজি

প্রেরণা আজ নতুন ভোরে।

 

একটি ভাষণ-

একটি হাতের তর্জনীতে

বীর বাঙ্গালীর রক্তে নাচন

দেশপ্রেমের তীব্র নেশা।

সেই ভাষণের প্রতিটি স্বর

আজও মোদের রক্তে মেশা।

 

একটি ভাষণ-

একটি হাতের তর্জনীতে

কোটি প্রাণে আশার বাঁচন

তীব্র হল ভীষণ ভাবে।

ইতিহাসে কান পেতে রও,

তুমিও আশার হদিস পাবে।

 

একটি ভাষণ-

একটি হাতের তর্জনীতে

ধনী, গরিব চাষার বাঁধন

অটুট হল দেশের টানে।

বঙ্গবন্ধুর সোনার বাংলা

সেই ভাষণের আসল মানে। 

Related Posts:

  • হিরো আলমেরাআমাদের যা কিছু ভালো,যা কিছু সেরা,সেখানে এখন ঢুকে পড়েছেহিরো আলমেরা।… Read More
  • প্রতিশ্রুতি না পাপ?ছেলেটি আলতো ঠোঁটে একেঁ দিলমেয়েটির কপালে পবিত্র প্রতিশ্রুতি। প্রতিশ্রুতিই তো? নাকি পাপ?নাকি নষ্ট সমাজের ভ্রষ্ট দু' জনমানব-মানবীর আদিম উদ্দামতা? ঘটনা যাই হোক, আমার দৃষ্টিভঙ্গিবলে দেয় আমি কি দেখেছি।… Read More
  • গুজবগুড জব'' এর ড' টা যদি হয়ে যায় গুম,গুজব কেড়ে নেয় আরামের ঘুম।'গুজব' এর উ - কারটা ফেলি যদি ছেটে,গজবের পথে আসি কিছু দূর হেটে।গুজব আর গজবের দেশে গুড জবনষ্ট করার চলে মহা উৎসব। ক্ষমতার ক্ষীর খেয়ে কেউ চাটে হাত;কেউ করে হা হুতাশ খালি হ… Read More
  • বিজ্ঞানী না নিয়ে আমি ঘরকে যাব নাখবরে প্রকাশ, বিজ্ঞপ্তি দিয়েও বাংলাদেশে বিজ্ঞানী পাওয়া যাচ্ছে না।বিজ্ঞানী – আল বোরহানএসপি,  ডিসি, প্রশাসকের সোনার বাংলাদেশেজগদীশ আর সত্যেন বোসরা কোথায় গেল ভেসে?ঢাবির কাছে জিজ্ঞাসিলাম, বিজ্ঞানী কি আছে?বলল রেগে, "বিজ্ঞানী কি ধরব… Read More
  • যে জলে আজ যাচ্ছি ডুবেযে জলে আজ মরছি ডুবে,তাতেই সাঁতার কাটছো যে!যে পথে আর বাড়াই না পা,সে পথে খুব হাঁটছো যে! যে সুর আর ভাল্লাগে না,সেই সুরে গান তুলছো যে!যে স্মৃতি মোর হয় না অতীত,তাকেই হঠাৎ ভুলছো যে!… Read More

0 comments:

Post a Comment